৩১ আগস্ট

তারিখ
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

৩১ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৩তম (অধিবর্ষে ২৪৪তম) দিন। বছর শেষ হতে আরো ১২২ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

জন্ম

  • ০০১২ - কালিগুলা, রোমান সম্রাট।
  • ০১৬১ - কোমোডুস, রোমান সম্রাট।
  • ১৮২১ - হারমান ভন হেল্মহোল্টয, জার্মান চিকিৎসক ও পদার্থবিজ্ঞানী।
  • ১৯১৩ - বার্নার্ড লভেল্, ইংরেজ পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী।
  • ১৯৩৬ - ভ্লাদিমির অরলভ, রাশিয়ান লেখক।
  • ১৮৪৩ - গেয়র্গ ভন হেরটলিং, জার্মান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৭ম চ্যান্সেলর।
  • ১৮৪৪ - চন্দ্রনাথ বসু, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসেবী।
  • ১৮৭০ - মারিয়া মন্টেসরি,ইতালীয় চিকিৎসক এবং শিক্ষাবিদ, নিজের নামে প্রতিষ্ঠা করা শিক্ষা দর্শন - "মন্টেসরি শিক্ষাপদ্ধতি"র জন্য সুপরিচিত। (মৃ.০৬/০৫/১৯৫২)
  • ১৮৭৯ - আল্‌মা মাহ্‌লের, অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান সুরকার ও চিত্রশিল্পী।
  • ১৮৮৮ - কানাইলাল দত্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।(মৃ.১০/১১/১৯০৮)
  • ১৮৯৭ - ফ্রেডরিক মার্চ, আমেরিকান লেফটেন্যান্ট, অভিনেতা ও গায়ক।
  • ১৯০৭ - রামোন ডেল ফিরো ম্যাগসেসে, ফিলিপিনো অধিনায়ক, প্রকৌশলী, রাজনীতিবিদ ও ৭ম সভাপতি।
  • ১৯১৯ - অমৃতা প্রীতম, ভারতীয় কবি ও লেখক।
  • ১৯২৮ - জেমস হ্যারিসন কোবার্ন, আমেরিকান অভিনেতা।
  • ১৯৪৪ - ক্লাইভ লয়েড, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার।
  • ১৯৪৫ - ভ্যান মরিসন, উত্তর আইরিশ গায়ক ও গীতিকার।
  • ১৯৪৯ - এইচ ডেভিড পলিতজার, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।
  • ১৯৪৯ - রিচার্ড গিয়ার, আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
  • ১৯৬০ - হাসান নাসরুল্লাহ, লেবাননের রাজনৈতিক ও আধাসামরিক প্রতিষ্ঠান, হিজবুল্লাহর তৃতীয় মহাসচিব।
  • ১৯৬৩ - ঋতুপর্ণ ঘোষ, বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র নির্মাতা ।(মৃ.৩০/০৫/২০১৩)
  • ১৯৬৯ - জাভাগাল শ্রীনাথ, সাবেক ভারতীয় ক্রিকেটার।
  • ১৯৭০ - নিকোলা গ্রুয়েভস্কি, ম্যাসাডোনিয়া অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।
  • ১৯৭৭ - জেফ হার্ডি, আমেরিকান কুস্তিগির ও গায়ক।
  • ১৯৮২ - পেপে রেইনা, স্প্যানিশ ফুটবল খেলোয়াড়।
  • ১৯৮৫ - রোলানদো জর্জ পিরেস দা ফনসেকা, পর্তুগিজ ফুটবলার।

মৃত্যু

  • ১৪২২ - পঞ্চম হেনরি, ইংল্যান্ডের রাজা।
  • ১৬৮৮ - জন বুনয়ান, ইংরেজ প্রচারক, ধর্মতত্ত্ববিদ ও লেখক।
  • ১৭৯৫ - ফ্রাসোয়া-আঁদ্রে ডানিকান ফিলিডোর, ফরাসি বংশোদ্ভূত ইংরেজ দাবা খেলোয়াড় ও সুরকার।
  • ১৮১১ - লুই আন্তনিও ডি বোউগাইনভিলে, ফরাসি নৌসেনাপতি ও এক্সপ্লোরার।
  • ১৮১৪ - আর্থার ফিলিপ, ইংরেজ এডমিরাল, রাজনীতিবিদ ও নিউ সাউথ ওয়েল্স-এর ১ম গভর্নর।
  • ১৮৬৪ - ফের্দিনান্দ লাসালে, জার্মান বিচারক, দার্শনিক, এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক কর্মী।
  • ১৮৬৭ - শার্ল বোদলেয়ার, ফরাসী কবি।
  • ১৯২০ - উইলহেম উন্ট, জার্মান চিকিৎসক, মনোবৈজ্ঞানিক ও দার্শনিক
  • ১৯৪১ - মারিনা টসভেটাভা, রাশিয়ান কবি ও লেখক।
  • ১৯৬৩ - জর্জ ব্রাকুয়ে, ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর।
  • ১৯৭১ -
  • ১৯৭৩ - জন ফোর্ড, আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
  • ১৯৮৫ - ফ্রাঙ্ক ম্যাকফারলেন বার্নেট, নোবেল পুরস্কার বিজয়ী জীববিজ্ঞানী।
  • ১৯৮৬ - উরহো কেকোনেন, ফিনিশ সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও ৮ম সভাপতি।
  • ১৯৮৮ - কনক বিশ্বাস, বিশ শতকের খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী। (জ.১৯০৩)
  • ১৯৯৩ - স্টেলা ক্রামরিশ, অস্ট্রীয় বংশোদ্ভূত মার্কিন ইতিহাসবিদ ও কিউরেটর যিনি মূলত ভারতীয় শিল্পের ইতিহাস নিয়ে প্রসিদ্ধি লাভ করেন।(জ.১৮৯৬)
  • ১৯৯৭ - প্রিন্সেস ডায়ানা, যুক্তরাজ্যের প্রাক্তন যুবরাজ্ঞী।
  • ২০০২ - জর্জ পোর্টার, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ।
  • ২০০৫ - জোসেফ রটব্লাট, নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিদ।
  • ২০০৮ - কেন ক্যাম্পবেল, ইংরেজ লেখক, অভিনেতা, পরিচালক ও কৌতুকাভিনেতা।
  • ২০১৩ - ডেভিড প্যারাডাইন ফ্রস্ট, ইংরেজ রসায়নবিদ ও শিক্ষাবিদ।
  • ২০২০ - মহামান্য প্রণব মুখোপাধ্যায়,ভারতের প্রথম বাঙালি ও ত্রয়োদশ রাষ্ট্রপতি।

ছুটি ও অন্যান্য

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ