S

লাতিন বর্ণমালার ১৯শ অক্ষর

এস বা S (ess /ˈɛs/,[] বহুবচল esses[]) ইংরেজি বর্ণমালার ১৯তম বর্ণ । এই বর্ণ ল্যাতিন বর্ণমালাতেও আsছে ।

 "S" বর্ণের কার্সিভ চিত্র

ইতিহাস

ফিনিশীয় "এস"

Shin

ইটুরিয়ান

S

গ্রীক

Sigma

গ্রিক বর্ণমালায় এধরনের বর্ণ ছিলো না । তাই দন্ত্য থেকে "হিসহস' শব্দ উচ্চারণ করতে সিগমা বর্ণের ব্যবহার শুরু হয়েছে । তবে ল্যাতিন এবং ইটুরিয়ানরা এই বর্ণের ব্যবহার জানতো । আধুনিক বর্ণমালায় এই বর্ণটি প্রচুর ব্যবহৃত হচ্ছে । 

দীর্ঘ 'S'

চতুর্দশ শতকের দিকে  ছোট  's' এর  আকৃতি ছিলো 'ſ',যাকে দীর্ঘ এস বলা হত ।তারপরে বড় হাতের অক্ষর হিসেবে 'S' আকৃতির ব্যবহার করা হয় । লেখার সময় শব্দের শেষে  's' আকৃতিও ব্যবহার করা হয় ।

ধারণা করা হয় যে লন্ডনের মুদ্রাকর  জন বেল (১৭৪৫-১৮৩১)  আধুনিক 'ſ' এর পরিবর্তে " s"  জনপ্রিয় করেন । ১৭৮৫ সালে তিনি প্রাথমিক ভাবে ব্রিটিশ থিয়েটারেও এই আকৃতি ব্যবহার শুরু করেন ।কয়রক বছরের মধ্যে তার বিষদ ব্যবহার শুরু হয় । একই বছর তার সম্পাদনায় সেক্সপিয়র সমগ্রে এই দাবী করেন যে " 'ſ' এই আকৃতির পরিবর্তে "s" আকৃতি ব্যবহার করা উচিত,এতে ভুল কম হয় ।"[] এভাবে জন বেল নতুন আকৃতির প্রচার শুরু করেন বিভিন্ন প্রকাশনার মাধ্যমে এবং তা ক্রমশঃ জনপ্রিয় হয়ে উঠতে থাকে । বেল "দ্যা ওয়ার্ল্ড" নামে সংবাদপত্র শুরু করেন এবং এতে বলা হয় , "পৃথিবীতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা হচ্ছে ।সংখ্যা ১,সোমবার,পহেলা জানুয়ারি,১৭৮৭"  আধুনিক যুগে এই বর্ণটি বহুল ব্যবহৃত বর্ণের মধ্যে সপ্তম স্থানে রয়েছে ।

প্রাপ্ত  চিহ্ন,প্রতীক বা সংক্ষিপ্ত রূপ 

  • $ : ডলার চিহ্ন
  • ₷ : স্পেসমিলো
  • § : খন্ড চিহ্ন
  • ℠ : সার্ভিস মার্ক প্রতীক
  • ∫ : সমাকলন প্রতীক

অন্যান্য বর্ণমালায় সমগোত্রীয় শব্দ

  • 𐤔 : সেমেটিক বর্ণ Shin,সেই বর্ণ থেকে নিম্নোক্ত বর্ণ এসেছে
    • Σ σ : গ্রিক বর্ণ সিগমা,এখান থেকে নিম্নোক্ত বর্ণের আবির্ভাব
      • Ⲥ ⲥ : কপটিক বর্ণ সিমা
      • С с : সিরিলিক বর্ণ এস
      • 𐌔 : পুরাতন ইতালীয় বর্ণ S, এখান থেকেই আধুনিক S এসেছে
        • ᛊ, ᛋ, ᛌ : পুরাতন ইতালীয় বর্ণ S থেকে রুনিক বর্ণ সোইলো এসেছে 
      • 𐍃 : গোথিক বর্ণ সিজিল

কম্পিউটারের কোড

অক্ষরSs
ইউনিকোড নামলাতিন বড় হাতের অক্ষর S    লাতিন ছোট হাতের অক্ষর S
এনকোডিংদশমিকহেক্সদশমিকহেক্স
ইউনিকোড83U+0053115U+0073
ইউটিএফ-৮835311573
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্রSSss
অ্যাস্‌কি 835311573
এছাড়াও DOS, উইন্ডোজ, আইএসও-৮৮৫৯ এবং এনকোডিংগুলির ম্যাকিনটোশ পরিবারসহ আসকি ভিত্তিক এনকোডিংগুলির জন্য।

অন্যান্য উপস্থাপনা

ন্যাটো ফোনেটিকমোর্স কোড
Sierra···
সংকেত পতাকাসেমাফোর পতাকামার্কিন হস্ত বর্ণমালা (ASL হাতের সংকেত)ব্রেইল
বিন্দু-234

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানআমার সোনার বাংলামুহাম্মদ ইউনূসমণিপুরমুহাম্মাদরবীন্দ্রনাথ ঠাকুর২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ববাংলাদেশকাজী নজরুল ইসলামএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশ জামায়াতে ইসলামী২০২৪-এ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনঈদে মিলাদুন্নবীরাধাক্লিওপেট্রাবাংলাদেশ জাতীয়তাবাদী দলভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহভারতবাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকাবাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলাদেশ আওয়ামী লীগশেখ মুজিবুর রহমানশেখ হাসিনানাহিদ ইসলামগণভবনঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনপশ্চিমবঙ্গের নদনদীর তালিকাউত্তর-পূর্ব ভারতবাংলাদেশ সেনাবাহিনীবাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরবাংলা প্রবাদ-প্রবচনের তালিকা১১ সেপ্টেম্বরের হামলামৌলিক পদার্থের তালিকামিয়া খলিফাজিয়াউর রহমানমণিপুরী (জাতি)