S

লাতিন বর্ণমালার ১৯শ অক্ষর

এস বা S (ess /ˈɛs/,[] বহুবচল esses[]) ইংরেজি বর্ণমালার ১৯তম বর্ণ । এই বর্ণ ল্যাতিন বর্ণমালাতেও আsছে ।

 "S" বর্ণের কার্সিভ চিত্র

ইতিহাস

ফিনিশীয় "এস"

Shin

ইটুরিয়ান

S

গ্রীক

Sigma

গ্রিক বর্ণমালায় এধরনের বর্ণ ছিলো না । তাই দন্ত্য থেকে "হিসহস' শব্দ উচ্চারণ করতে সিগমা বর্ণের ব্যবহার শুরু হয়েছে । তবে ল্যাতিন এবং ইটুরিয়ানরা এই বর্ণের ব্যবহার জানতো । আধুনিক বর্ণমালায় এই বর্ণটি প্রচুর ব্যবহৃত হচ্ছে । 

দীর্ঘ 'S'

চতুর্দশ শতকের দিকে  ছোট  's' এর  আকৃতি ছিলো 'ſ',যাকে দীর্ঘ এস বলা হত ।তারপরে বড় হাতের অক্ষর হিসেবে 'S' আকৃতির ব্যবহার করা হয় । লেখার সময় শব্দের শেষে  's' আকৃতিও ব্যবহার করা হয় ।

ধারণা করা হয় যে লন্ডনের মুদ্রাকর  জন বেল (১৭৪৫-১৮৩১)  আধুনিক 'ſ' এর পরিবর্তে " s"  জনপ্রিয় করেন । ১৭৮৫ সালে তিনি প্রাথমিক ভাবে ব্রিটিশ থিয়েটারেও এই আকৃতি ব্যবহার শুরু করেন ।কয়রক বছরের মধ্যে তার বিষদ ব্যবহার শুরু হয় । একই বছর তার সম্পাদনায় সেক্সপিয়র সমগ্রে এই দাবী করেন যে " 'ſ' এই আকৃতির পরিবর্তে "s" আকৃতি ব্যবহার করা উচিত,এতে ভুল কম হয় ।"[] এভাবে জন বেল নতুন আকৃতির প্রচার শুরু করেন বিভিন্ন প্রকাশনার মাধ্যমে এবং তা ক্রমশঃ জনপ্রিয় হয়ে উঠতে থাকে । বেল "দ্যা ওয়ার্ল্ড" নামে সংবাদপত্র শুরু করেন এবং এতে বলা হয় , "পৃথিবীতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা হচ্ছে ।সংখ্যা ১,সোমবার,পহেলা জানুয়ারি,১৭৮৭"  আধুনিক যুগে এই বর্ণটি বহুল ব্যবহৃত বর্ণের মধ্যে সপ্তম স্থানে রয়েছে ।

প্রাপ্ত  চিহ্ন,প্রতীক বা সংক্ষিপ্ত রূপ 

  • $ : ডলার চিহ্ন
  • ₷ : স্পেসমিলো
  • § : খন্ড চিহ্ন
  • ℠ : সার্ভিস মার্ক প্রতীক
  • ∫ : সমাকলন প্রতীক

অন্যান্য বর্ণমালায় সমগোত্রীয় শব্দ

  • 𐤔 : সেমেটিক বর্ণ Shin,সেই বর্ণ থেকে নিম্নোক্ত বর্ণ এসেছে
    • Σ σ : গ্রিক বর্ণ সিগমা,এখান থেকে নিম্নোক্ত বর্ণের আবির্ভাব
      • Ⲥ ⲥ : কপটিক বর্ণ সিমা
      • С с : সিরিলিক বর্ণ এস
      • 𐌔 : পুরাতন ইতালীয় বর্ণ S, এখান থেকেই আধুনিক S এসেছে
        • ᛊ, ᛋ, ᛌ : পুরাতন ইতালীয় বর্ণ S থেকে রুনিক বর্ণ সোইলো এসেছে 
      • 𐍃 : গোথিক বর্ণ সিজিল

কম্পিউটারের কোড

অক্ষরSs
ইউনিকোড নামলাতিন বড় হাতের অক্ষর S    লাতিন ছোট হাতের অক্ষর S
এনকোডিংদশমিকহেক্সদশমিকহেক্স
ইউনিকোড83U+0053115U+0073
ইউটিএফ-৮835311573
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্রSSss
অ্যাস্‌কি 835311573
এছাড়াও DOS, উইন্ডোজ, আইএসও-৮৮৫৯ এবং এনকোডিংগুলির ম্যাকিনটোশ পরিবারসহ আসকি ভিত্তিক এনকোডিংগুলির জন্য।

অন্যান্য উপস্থাপনা

ন্যাটো ফোনেটিকমোর্স কোড
Sierra···
সংকেত পতাকাসেমাফোর পতাকামার্কিন হস্ত বর্ণমালা (ASL হাতের সংকেত)ব্রেইল
বিন্দু-234

তথ্যসূত্র

🔥 Top keywords: সিমলা চুক্তি ১৯৭২পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনপ্রধান পাতাবিশেষ:অনুসন্ধানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)মুহাম্মদ ইউনূসবরবাদ (২০২৫-এর চলচ্চিত্র)কাশ্মীরপারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রসমূহের তালিকাবাংলাদেশসিন্ধু পানি চুক্তিপাকিস্তানকালেমাগ্রামীণ ব্যাংকজম্মু ও কাশ্মীর (রাজ্য)সিন্ধু নদরবীন্দ্রনাথ ঠাকুরসুন্দরবনক্ষুদ্রঋণমিয়া খলিফা২০২৫ পহেলগাঁও হামলাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনছয় কালেমাভারতপোপ ফ্রান্সিসগাজওয়াতুল হিন্দওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫ব্র্যাকআজাদ কাশ্মীরভারত–পাকিস্তান যুদ্ধকাজী নজরুল ইসলামটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাবাংলাদেশ জামায়াতে ইসলামীবাংলাদেশ আওয়ামী লীগঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়দাগিসানি লিওনচীনবাংলাদেশের সংস্কার কমিশন