আল্লাহর ৯৯টি নাম

কুরআন ও হাদীসে বর্ণিত ৯৯টি নাম

আল্লাহর ৯৯টি নাম (আরবি: أسماء الله الحسنى) হলো ইসলাম ধর্ম মতে কুরআনহাদিসে বর্ণিত আল্লাহ্‌র গুণবাচক নামের একটি তালিকা বা সংকলন।[১] ইসলাম ধর্ম মতে বুনিয়াদি নাম বা ভিত্তি নাম একটিই। আর তা হলো আল্লাহ্, কিন্তু তার গুণবাচক নাম অনেকগুলো।

আরবি চারুলিপিতে আল্লাহর ৯৯ নাম

বিভিন্ন হাদীস অনুসারে আল্লাহ'র ৯৯টি নামের একটি তালিকা আছে। কিন্তু তাদের মধ্যে কোনো সুনির্দিষ্ট ধারাবাহিক ক্রম নেই। তাই সম্মিলিত মতৈক্যের ভিত্তিতে কোনো সুনির্দিষ্ট তালিকাও নেই। তাছাড়া কুরআন এবং হাদিসের বর্ণনা অনুসারে আল্লাহ্'র সর্বমোট নামের সংখ্যা ৯৯-এর অধিক, প্রায় ৪,০০০। অধিকন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ কর্তৃক বর্ণিত একটা হাদিসে বর্ণিত হয়েছে যে, আল্লাহ্ তার কিছু নাম মানবজাতির অজ্ঞাত রেখেছেন।[২]

উৎস এবং ইতিহাস

এই নামসমূহের ব্যাপারে কুরআনের বর্ণনায় আল্লাহ তাআলার উদ্ধৃতি এসেছে

অনেকগুলো হাদিস দ্বারাই প্রমাণিত যে,[৩]নবী মুহাম্মাদ (সাঃ) আল্লাহর অনেকগুলো নাম-এর উল্লেখ করেছেন।

উদাহরণস্বরূপ একটি বিশুদ্ধ হাদিসে আবু হোরায়রা মুহাম্মাদ (সাঃ) এর একটি উক্তি বর্ণনা করেন,

কুরআনের বর্ণনায় আল্লাহর গুণবাচক নামসমূহকে "সুন্দরতম নামসমূহ" বলে উল্লেখ করা হয়েছে। (নিম্ন-বর্ণিত দেখুন সূরা আল আরাফ ৭:১৮০, বনী-ইসরাঈল ১৭:১১০, ত্বোয়া-হা ২০:৮, আল হাশ্‌র ৫৯:২৪)।

হাদীসে প্রাপ্ত মহান আল্লাহর ৯৯টি নাম

আল্লাহর কিছু নাম কুরআনেও উল্লেখ করা হয়েছে এবং বিস্তারিতভাবে হাদীসে ৯৯ টি নামের একটি তালিকা পাওয়া যায়, কিন্তু সেটির সনদ দূর্বল। এছাড়াও নাসিরুদ্দিন আলবানী সুনানে ইবনে মাজাহ'তে উল্লেখিত হাদীসটির ক্ষেত্রে বলেছেন যে, "নাম গণনা ব্যতীত সহীহ"।[৫] আর জামি তিরমিজিতে হাদীসের শেষে ইমাম তিরমিজিও মন্তব্য করেছেন।[৬]

#আরবীতেউচ্চারণবর্ণান্তরঅনুবাদ (আলোচ্য বিষয়বস্তুর উপর অর্থ নির্ভরশীল)ক্বুরআন-কারীমে এই নামের ব্যবহার
الرحمنআর রাহমানপরম দয়ালুসূরা তাওবাহ ব্যতীত প্রত্যেক সূরার শুরুতে, সূরা আর-রহমানে(সূরা নং:৫৫)[কুরআন ৫৫:১] অনেকবার ব্যবহৃত।
الرحيمআর-রাহ়ীমঅতিশয়-মেহেরবানসূরা তাওবাহ ব্যতীত প্রত্যেক সূরার শুরুতে, এবং আরও অসংখ্যবার ব্যবহৃত।
الملكআল-মালিকসর্বকর্তৃত্বময়৫৯:২৩, ২০:১১৪, ২৩:১১৬
القدوسআল-কুদ্দুসনিষ্কলুষ, অতি পবিত্র৫৯:২৩, ৬২:১
السلامআস-সালামনিরাপত্তা-দানকারী, শান্তি-দানকারী৫৯:২৩
المؤمنআল-মু'মিননিরাপত্তা ও ঈমান দানকারী৫৯:২৩
المهيمنআল-মুহাইমিনপরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী৫৯:২৩
العزيزআল-আ'জীজপরাক্রমশালী, অপরাজেয়৩:৬, ৪:১৫৮, ৯:৪০, ৪৮:৭, ৫৯:২৩
الجبارআল-জাব্বারদুর্নিবার৫৯:২৩
المتكبرআল-মুতাকাব্বিইরনিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী৫৯:২৩
الخالقআল-খালিক্বসৃষ্টিকর্তা৬:১০২, ১৩:১৬, ৩৯:৬২, ৪০:৬২, ৫৯:২৪
البارئআল-বারীসঠিকভাবে সৃষ্টিকারী৫৯:২৪
المصورআল-মুছউইরআকৃতি-দানকারী৫৯:২৪
الغفارআল-গফ্ফারপরম ক্ষমাশীল২০:৮২, ৩৮:৬৬, ৩৯:৫, ৪০:৪২, ৭১:১০
القهارআল-ক্বাহারকঠোর১২:৩৯, ১৩:১৬, ১৪:৪৮, ৩৮:৬৫, ৩৯:৪, ৪০:১৬
الوهابআল-ওয়াহ্হাবসবকিছু দানকারী৩:৮, ৩৮:৯, ৩৮:৩৫
الرزاقআর-রজ্জাক্বরিযিকদাতা৫১:৫৮
الفتاحআল ফাত্তাহবিজয়দানকারী৩৪:২৬
العليمআল-আ'লীমসর্বজ্ঞ২:১৫৮, ৩:৯২, ৪:৩৫, ২৪:৪১, ৩৩:৪০
القابضআল-ক্ববিদ্ব'নিয়ন্ত্রণকারী, সরল পথ প্রদর্শনকারী২:২৪৫
الباسطআল-বাসিতপ্রশস্তকারী২:২৪৫
الخافضআল-খফিদ্বুঅবনতকারী (কাফির ও মুশরিকদের)৫৩:৬
الرافعআর-রফীই'উন্নতকারী৫৮:১১, ৬:৮৩
المعزআল-মুই'জ্বসম্মান-দানকারী৩:২৬
المذلআল-মুদ্বি'ল্লু(অবিশ্বাসীদের) বেইজ্জতকারী৩:২৬
السميعআস্-সামি'সর্বশ্রোতা২:১২৭, ২:২৫৬, ৮:১৭, ৪৯:১
البصيرআল-বাছীরসর্ববিষয়-দর্শনকারী৪:৫৮, ১৭:১, ৪২:১১, ৪২:২৭
الحكمআল-হা'কামঅটল বিচারক২২:৬৯
العدلআল-আ'দলপরিপূর্ণ-ন্যায়বিচারক৬:১১৫
اللطيفআল-লাতীফসকল-গোপন-বিষয়ে-অবগত৬:১০৩, ২২:৬৩, ৩১:১৬, ৩৩:৩৪
الخبيرআল-খ'বীরসকল ব্যাপারে জ্ঞাত৬:১৮, ১৭:৩০, ৪৯:১৩, ৫৯:১৮
الحليمআল-হা'লীমঅত্যন্ত ধৈর্যশীল২:২৩৫, ১৭:৪৪, ২২:৫৯, ৩৫:৪১
العظيمআল-আ'জীমসর্বোচ্চ-মর্যাদাশীল২:২৫৫, ৪২:৪, ৫৬:৯৬
الغفورআল-গফুরপরম ক্ষমাশীল২:১৭৩, ৮:৬৯, ১৬:১১০, ৪১:৩২
الشكورআশ্-শাকুরগুনগ্রাহী৩৫:৩০, ৩৫:৩৪, ৪২:২৩, ৬৪:১৭
العليআল-আ'লিইউউচ্চ-মর্যাদাশীল৪:৩৪, ৩১:৩০, ৪২:৪, ৪২:৫১
الكبيرআল-কাবিইরসুমহান১৩:৯, ২২:৬২, ৩১:৩০
الحفيظআল-হা'ফীজসংরক্ষণকারী১১:৫৭, ৩৪:২১, ৪২:৬
المقيتআল-মুক্বীতসকলের জীবনোপকরণ-দানকারী৪:৮৫
الحسيبআল-হাসীবহিসাব-গ্রহণকারী৪:৬, ৪:৮৬, ৩৩:৩৯
الجليلআল-জালীলপরম মর্যাদার অধিকারী৫৫:২৭, ৩৯:১৪, ৭:১৪৩
الكريمআল-কারীমসুমহান দাতা২৭:৪০, ৮২:৬
الرقيبআর-রক্বীবতত্ত্বাবধায়ক৪:১, ৫:১১৭
المجيبআল-মুজীবজবাব-দানকারী, কবুলকারী১১:৬১
الواسعআল-ওয়াসি'সর্ব-ব্যাপী, সর্বত্র-বিরাজমান২:২৬৮, ৩:৭৩, ৫:৫৪
الحكيمআল-হাকীমপরম-প্রজ্ঞাময়৩১:২৭, ৪৬:২, ৫৭:১, ৬৬:২
الودودআল-ওয়াদুদ(বান্দাদের প্রতি) সদয়১১:৯০, ৮৫:১৪
المجيدআল-মাজীদসকল-মর্যাদার-অধিকারী১১:৭৩
الباعثআল-বাই'ছ'পুনুরুজ্জীবিতকারী২২:৭
الشهيدআশ্-শাহীদসর্বজ্ঞ-স্বাক্ষী৪:১৬৬, ২২:১৭, ৪১:৫৩, ৪৮:২৮
৫১الحقআল-হা'ক্বপরম সত্য৬:৬২, ২২:৬, ২৩:১১৬, ২৪:২৫
৫২الوكيلআল-ওয়াকিলপরম নির্ভরযোগ্য কর্ম-সম্পাদনকারী৩:১৭৩, ৪:১৭১, ২৮:২৮, ৭৩:৯
৫৩القويআল-ক্বউইউপরম-শক্তির-অধিকারী২২:৪০, ২২:৭৪, ৪২:১৯, ৫৭:২৫
৫৪المتينআল-মাতীনসুদৃঢ়৫১:৫৮
৫৫الوليআল-ওয়ালিইউঅভিভাবক ও সাহায্যকারী৪:৪৫, ৭:১৯৬, ৪২:২৮, ৪৫:১৯
৫৬الحميدআল-হা'মীদসকল প্রশংসার অধিকারী১৪:৮, ৩১:১২, ৩১:২৬, ৪১:৪২
৫৭المحصيআল-মুহছীসকল সৃষ্টির ব্যপারে অবগত৭২:২৮, ৭৮:২৯, ৮২:১০-১২
৫৮المبدئআল-মুব্দি'প্রথমবার-সৃষ্টিকর্তা১০:৩৪, ২৭:৬৪, ২৯:১৯, ৮৫:১৩
৫৯المعيدআল-মুঈ'দপুনরায়-সৃষ্টিকর্তা১০:৩৪, ২৭:৬৪, ২৯:১৯, ৮৫:১৩
৬০المحييআল-মুহ'য়ীজীবন-দানকারী৭:১৫৮, ১৫:২৩, ৩০:৫০, ৫৭:২
৬১المميتআল-মুমীতমৃত্যু-দানকারী৩:১৫৬, ৭:১৫৮, ১৫:২৩, ৫৭:২
৬২الحيআল-হাইয়্যুচিরঞ্জীব২:২৫৫, ৩:২, ২৫:৫৮, ৪০:৬৫
৬৩القيومআল-ক্বাইয়্যুমসমস্তকিছুর ধারক ও সংরক্ষণকারী২:২৫৫, ৩:২, ২০:১১১
৬৪الواجدআল-ওয়াজিদঅফুরন্ত ভান্ডারের অধিকারী৩৮:৪৪
৬৫الماجدআল-মাজিদশ্রেষ্ঠত্বের অধিকারী৮৫:১৫, ১১:৭৩,
৬৬الواحدআল-ওয়াহি'দএক ও অদ্বিতীয়২:১৬৩, ৫:৭৩, ৯:৩১, ১৮:১১০
৬৭الاحدআল আহাদএক১১২:১
৬৮الصمدআছ্-ছমাদঅমুখাপেক্ষী১১২:২
৬৯القادرআল-ক্বদিরসর্বশক্তিমান৬:৬৫, ৩৬:৮১, ৪৬:৩৩, ৭৫:৪০
৭০المقتدرআল-মুক্ব্তাদিরনিরঙ্কুশ-সিদ্বান্তের-অধিকারী১৮:৪৫, ৫৪:৪২, ৫৪:৫৫
৭১المقدمআল-মুক্বদ্দিমঅগ্রসারক১৬:৬১, ১৭:৩৪,
৭২المؤخرআল-মুয়াক্খিরঅবকাশ দানকারী৭১:৪
৭৩الأولআল-আউয়ালঅনাদি৫৭:৩
الأخرআল-আখিরঅনন্ত, সর্বশেষ৫৭:৩
৭৫الظاهرআজ-জ'হিরসম্পূর্নরূপে-প্রকাশিত৫৭:৩
৭৬الباطنআল-বাত্বিনদৃষ্টি হতে অদৃশ্য৫৭:৩
৭৭الواليআল-ওয়ালিসমস্ত-কিছুর-অভিভাবক১৩:১১, ২২:৭
৭৮المتعاليআল-মুতাআ'লিসৃষ্টির গুনাবলীর উর্দ্ধে১৩:৯
৭৯البرআল-বার্পরম-উপকারী, অণুগ্রহশীল৫২:২৮
৮০التوابআত্-তাওয়াবতাওবার তাওফিক দানকারী এবং কবুলকারী২:১২৮, ৪:৬৪, ৪৯:১২, ১১০:৩
৮১المنتقمআল-মুনতাক্বিমপ্রতিশোধ-গ্রহণকারী৩২:২২, ৪৩:৪১, ৪৪:১৬
العفوআল-আ'ফঊপরম-উদার৪:৯৯, ৪:১৪৯, ২২:৬০
৮৩الرؤوفআর-রউফপরম-স্নেহশীল৩:৩০, ৯:১১৭, ৫৭:৯, ৫৯:১০
৮৪مالك الملكমালিকুল-মুলকসমগ্র জগতের বাদশাহ্৩:২৬
৮৫ذو الجلال والإكرامযুল-জালালি-ওয়াল-ইকরামমহিমান্বিত ও দয়াবান সত্তা৫৫:২৭, ৫৫:৭৮
৮৬المقسطআল-মুক্ব্সিতহকদারের হক-আদায়কারী৭:২৯, ৩:১৮
৮৭الجامعআল-জামিই'একত্রকারী, সমবেতকারী৩:৯
৮৮الغنيআল-গণিই'অমুখাপেক্ষী ধনী৩:৯৭, ৩৯:৭, ৪৭:৩৮, ৫৭:২৪
৮৯المغنيআল-মুগণিই'পরম-অভাবমোচনকারী৯:২৮
৯০المانعআল-মানিই'অকল্যাণরোধক৬৭:২১
الضارআয্-যরক্ষতিসাধনকারী৬:১৭
৯২النافعআন্-নাফিই'কল্যাণকারী৩০:৩৭
৯৩النورআন্-নূরপরম-আলো২৪:৩৫
৯৪الهاديআল-হাদীপথ-প্রদর্শক২২:৫৪
৯৫البديعআল-বাদীই'অতুলনীয়২:১১৭, ৬:১০১
৯৬الباقيআল-বাক্বীচিরস্থায়ী, অবিনশ্বর৫৫:২৭
৯৭الوارثআল-ওয়ারিস'উত্তরাধিকারী১৫:২৩, ৫৭:১০
৯৮الرشيدআর-রাশীদসঠিক পথ-প্রদর্শক২:২৫৬, ৭২:১০
৯৯الصبورআস-সবুরঅত্যধিক ধৈর্যধারণকারী২:১৫৩, ৩:২০০, ১০৩:৩

ইসলামিক পরিভাষায় আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম

বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহর নামসমূহের মধ্যে শ্রেষ্ঠ একটি নাম রয়েছে। ইসলামিক পরিভাষায় একে ইসমে আজম (অর্থ: "সর্বশ্রেষ্ঠ নাম")[৭] বলা হয়। এবং কেউ যদি এই নামসমূহের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করে, সেটা তিনি (আল্লাহ) অবশ্যই কবুল করবেন।[৮]

বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে হাদীসসমূহ বর্ণিত হয়েছে। যেমন, এক হাদিসে বর্ণিত হয়েছে, মুহাম্মাদ (সাঃ) এক ব্যক্তিকে দেখলেন সালাতে তাশাহহুদে সে এ বলে দুআ করছে:

তখন নবী এই প্রার্থনা শুনে তার সাহাবীদের বললেন:

অপর এক হাদিসে তিনি বলেন:

তবে হাদিসসমূহে সুনির্দিষ্ট করে কোন একটি নামের কথা উল্লেখ করা হয় নি, যার কারণে ঠিক কোন নামটি সেই ইসমে আজম, সেটা নিয়ে ইসলামী ধর্মীয় বিশেষজ্ঞদের ভিতরে ব্যাপক মতভেদ আছে। কারো কারো মতে, যেহেতু এই নামটি দুআ' কবুলের ব্যপারে খুবই শক্তিশালী (অর্থাৎ, ব্যক্তিবিশেষ অসৎ উদ্দেশ্যে সেটা ব্যবহার করতে পারে), তাই আল্লাহ তাআলা নিজে (এবং সেই অনুযায়ী মুহাম্মাদ (সাঃ) ও এই নামটি জনসমক্ষে প্রকাশ করেননি।[তথ্যসূত্র প্রয়োজন]

এই নামগুলো দ্বারা কোনো ব্যক্তির নামকরণ

ইসলামিক মতানুসারে, হুবহু এই নামগুলো দ্বারা কোনো ব্যক্তির নামকরণ করার অনুমতি নেই।[১৩] উদাহরণস্বরূপ: কারো নাম সরাসরি "আল-মালিক" রাখা যাবে না, বরং "মালিক" রাখা যেতে পারে। এটা এই বিশ্বাসের কারণে যে, কোনো সৃষ্টি, সৃষ্টিকর্তা আল্লাহ'র সমকক্ষ হতে পারে না। তাই নামগুলো ব্যবহার করা যাবে; কিন্তু "আল-" শব্দাংশ-সহ ব্যবহার করা যাবে না।[১৪] অধিকন্তু, কিছু নাম ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ; কারণ সেই গুণাবলীগুলো মানুষের সম্পূর্ণ আয়ত্তের বাইরে। যেমন: "আল্লাহ", "খালিক্ব" ইত্যাদি।

তবে, যেকোনো নামের প্রথমে (ক্ষেত্রভেদে) "আব্দ"/"আব্দুল"/"আব্দুর"/"আব্দুস" শব্দাংশ (বাংলায় যার অর্থ "দাস" বা "গোলাম") যোগ করে সেটাকে কোনো ব্যক্তির নাম হিসেবে ব্যবহার করা যাবে। যেমন:"খালিক্ব" (অর্থাৎ "সৃষ্টিকর্তা") ব্যক্তির নাম হিসেবে নিষিদ্ধ হলেও "আব্দুল খালিক্ব" (অর্থাৎ "সৃষ্টিকর্তার গোলাম") নামটি খুবই গ্রহণযোগ্য এবং মুসলমান সমাজে প্রচলিত।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ