চীনের গৃহযুদ্ধ

চীনা গৃহযুদ্ধ হল কুওমিনতাং (অথবা চীনের জাতীয়তাবাদী পার্টি) এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে অনুষ্ঠিত চিনের এক অভ্যন্তরীণ যুদ্ধ।[৯] ১৯২৭ সালের এপ্রিল মাসে উত্তরের অভিযানের মধ্যেই এই যুদ্ধের সূচনা হয়।[১০] এই যুদ্ধ প্রকৃতপক্ষে ছিল পাশ্চাত্য বিশ্বের সমর্থনপুষ্ট চিনের জাতীয়তাবাদী দল কুওমিনতাং এবং সোভিয়েত সমর্থনপুষ্ট চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে এক মতাদর্শগত সংগ্রাম। গণপ্রজাতান্ত্রিক চিনে সাধারণত এই যুদ্ধ "মুক্তিযুদ্ধ" হিসেবে অভিহিত হয়ে থাকে।

চীনের গৃহযুদ্ধ
國共內戰 / 国共内战

শাংতাংয়ে সরকারি প্রতিরক্ষা বাহিনীর প্রতি আক্রমণকারী গণমুক্তি বাহিনী
তারিখEncirclement Campaigns; ১ আগস্ট, ১৯২৭[১] - ২২ ডিসেম্বর, ১৯৩৬[২]
Intermittent clashes; জানুয়ারি, ১৯৪১ - জুলাই, ১৯৪৫
পুরোদমে যুদ্ধ; মার্চ, ১৯৪৬ - মে, ১৯৫০
War declared over by the ROC in 1991[৩]
অবস্থান
অবস্থা
বিবাদমান পক্ষ
তাইওয়ান চীনা প্রজাতন্ত্র
১৯৪৯-এর পর:
চীন তাইওয়ান
চীনের কমিউনিস্ট পার্টি
১৯৪৯-এর পর:
চীন গণপ্রজাতন্ত্রী চীন
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
তাইওয়ান চিয়াং কাই শেক মাও সে তুং
ঝু দে
লিন বিয়াও
শক্তি
৪৩,০০,০০০ (জুলাই ১৯৪৫)[৬]
৩৬,৫০,০০ (জুন ১৯৪৮)
১৪,৯০,০০০ (জুন ১৯৪৯)
১২,০০,০০০ (জুলাই ১৯৪৫)[৬][৭]
২৮,০০,০০০ (জুন ১৯৪৮)
৪০,০০,০০০ (জুন ১৯৪৯)
হতাহত ও ক্ষয়ক্ষতি

১৯২৮–১৯৩৬: ~২০,০০,০০০ সামরিক হতাহত

১৯৪৬–১৯৪৯: ~১২,০০,০০০ সামরিক হতাহত [৮]

নিরবচ্ছিন্নভাবে এই যুদ্ধ অব্যাহত থাকে দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ পর্যন্ত। এই সময় কুওমিনতাং এবং কমিউনিস্ট পার্টি ঐক্যবদ্ধ হয়ে গঠন করে দ্বিতীয় যুক্ত ফ্রন্ট। ১৯৪৫ সালে জাপানের পরাজয়ের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। এরপরই ১৯৪৬ সালে চীনে পুনরায় পূর্ণমাত্রায় গৃহযুদ্ধ আরম্ভ হয়। এর চার বছর পরে চীন প্রত্যক্ষ করে এক বিশাল রাজনৈতিক উত্তেজনার অবসান, যখন নবগঠিত গণপ্রজাতান্ত্রিক চীন সম্পূর্ণভাবে চীনের মূল ভূখণ্ডকে নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং প্রজাতান্ত্রিক চীনের নিয়ন্ত্রণ কেবলমাত্র তাইওয়ান, পেংঘু, কিনমেন, মাৎসু এবং অন্যান্য সংলগ্ন দ্বীপসমূহে সীমাবদ্ধ হয়ে পড়ে।[১১] অদ্যাবধি যেহেতু এই গৃহযুদ্ধে অংশগ্রহণকারী দু'পক্ষের মধ্যে কোন যুদ্ধবিরতি অথবা কোন শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি সেহেতু এই যুদ্ধের আনুষ্ঠানিক ইতি নিয়ে বিতর্ক রয়ে গিয়েছে।[১২] বর্তমানে প্রজাতান্ত্রিক চীন এবং গণপ্রজাতান্ত্রিক চীনের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক আদানপ্রদান রয়েছে।[১৩]

পটভূমি

চিনের সর্বশেষ সাম্রাজ্য কিং সাম্রাজ্যের পতন ঘটে ১৯১১ সালে।[১৩]

উত্তরের অভিযান (১৯২৬-১৯২৮) এবং কুওমিনতাং-কমিউনিস্ট পার্টির ভাঙন

কমিউনিস্ট পার্টি বনাম কুওমিনতাং এবং "লং মার্চ" (১৯২৭-১৯৩৭)

দ্বিতীয় চিন-জাপান যুদ্ধ (১৯৩৭-১৯৪৫)

যুদ্ধপরবর্তী সংঘর্ষ (১৯৪৫-১৯৪৬)

পাদটীকা

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ