জেমস মিলনার

জেমন ফিলিপ মিলনার (জন্ম ৪ জানুয়ারি ১৯৮৬) একজন ইংরেজ পেশাদার ফুটবলার। তিনি বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে খেলেন। তিনি মধ্যমাঠ থেকে শুরু করে রক্ষণে খেলতে পারেন।

জেমস মিলনার
২০১৮ মিলনার লিভারপুলের হয়ে খেলছেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজেমন ফিলিপ মিলনার[১]
জন্ম (1986-01-04) ৪ জানুয়ারি ১৯৮৬ (বয়স ৩৮)[২]
জন্ম স্থানলিডস, ইংল্যান্ড
উচ্চতা৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার)[৩]
মাঠে অবস্থানমিডফিল্ডার / উইঙ্গার / রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
লিভারপুল
জার্সি নম্বর
যুব পর্যায়
১৯৯৬-২০০২লিডস ইউনাইটেড
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০০২–২০০৪লিডস ইউনাইটেড৪৮(৫)
২০০৩→ সুইডন টাউন (লোন)(২)
২০০৪–২০০৮নিউক্যাসল ইউনাইটেড৯৪(৬)
২০০৫–২০০৬অ্যাস্টন ভিলা (লোন)২৭(১)
২০০৮–২০১০অ্যাস্টন ভিলা৭৩(১১)
২০১০–২০১৫ম্যানচেস্টার সিটি১৪৭(১৩)
২০১৫–লিভারপুল৯৭(১২)
জাতীয় দল
২০০১–২০০২ইংল্যান্ড অনূর্ধ্ব ১৬(৫)
২০০২–২০০৩ইংল্যান্ড অনূর্ধ্ব ১৭১১(৮)
২০০৩ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯(০)
২০০৩–২০০৪ইংল্যান্ড অনূর্ধ্ব ২০(৪)
২০০৪–২০০৯ইংল্যান্ড অনূর্ধ্ব ২১৪৬(৯)
২০০৯–২০১৬ইংল্যান্ড৬১(১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২ই আগস্ট ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

ছোটবেলা থেকেই তিনি ক্রিকেট এবং ফুটবলে বেশ প্রতিভা দেখিয়েছেন। তবে ১৯৯৬ সালে তিনি লিডস ইউনাইটেড ফুটবল ক্লাবের যুব একাডেমীতে যোগ দেন। ২০০২ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি সুইডন টাউন, নিউক্যাসল ইউনাইটেড, অ্যাস্টন ভিলাম্যানচেস্টার সিটিতে তার ফুটবল প্রতিভার স্বাক্ষর রাখেন। পাঁচ বছর ম্যানচেস্টার সিটিতে থাকার পর তিনি ২০১৫ সালে লিভারপুলে পাড়ি জমান।

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে জেমস মিলনার ৬১ বার ডাক পান। মলদোভা জাতীয় দলের বিরুদ্ধে তার একমাত্র গোলটি আসে। তিনি ২০১০ এবং ২০১৪ ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করেন। ২০১৬ সালে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।

সম্মাননা

ম্যানটেস্টার সিটি

লিভারপুল

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ