ফুলহেনসিও বাতিস্তা

কিউবান রাজনীতিবিদ, সামরিক নেতা ও রাষ্ট্রপতি

ফুলহেনসিও বাতিস্তা ই সালদিভার(ইংরেজিঃ Fulgencio Batista y Zaldívar) (জানুয়ারি ১৬, ১৯০১- আগস্ট ৬, ১৯৭৩) ছিলেন কিউবার রাষ্ট্রপতি,একনায়ক ও সৈনিক নেতা।   ১৯৪০ থেকে ১৯৪৪ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কিউবার নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সংযোগ ও সমর্থনে ১৯৫২ থেকে ১৯৫৯ অবধি স্বৈরশাসক হিসেবে কিউবার ক্ষমতায় ছিলেন। ১৯৫৯ সালে সংঘটিত কিউবান বিপ্লব দ্বারা বাতিস্তা ক্ষমতাচ্যুত হন।

ফুলহেনসিও বাতিস্তা
১৯৩৮ সালে বাতিস্তা
কিউবার রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
১০ই অক্টোবর ১৯৪০ – ১০ই অক্টোবর ১৯৪৪
উপরাষ্ট্রপতিগুস্তাভো কুয়ের্ভো রুবিও
পূর্বসূরীফেদেরিকো লারেদো ব্রু]
উত্তরসূরীরামোন গ্রাউ
কাজের মেয়াদ
১০ই মার্চ ১৯৫২ – ১লা জানুয়ারি ১৯৫৯
পূর্বসূরীকার্লোস প্রিও
উত্তরসূরীআনসেলমো আল্লিয়েগ্রো
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯০১-০১-১৬)১৬ জানুয়ারি ১৯০১
বানেস, কিউবা
মৃত্যু৬ আগস্ট ১৯৭৩(1973-08-06) (বয়স ৭২)
গুয়াদালমিনা, স্পেন[১]
জাতীয়তাকিউবান
রাজনৈতিক দলUnited Action Party, Progressive Action Party
দাম্পত্য সঙ্গী(১ম) এলিসা গোদিনেস-গোমেস
(২য়) মার্তা ফের্নান্দেস মিরান্দা দে বাতিস্তা
সন্তানমির্তা কারিদাদ বাতিস্তা গোদিনেস
Elisa Aleida Batista Godinez
Fulgencio Rubén Batista Godinez
Jorge Batista Fernández
Roberto Francisco Batista Fernández
Carlos Batista Fernández

প্রথম জীবন

বাতিস্তা ১৯০১ সালে কিউবার বানেসের ছোট্ট শহর ভেগিতায় জন্মগ্রহণ করেন। তার পিতা বেলিজারিও বাতিস্তা কিউবার স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন। তিনি স্পেনীয়, আফ্রিকান এবং আদিবাসী ক্যারিবীয় বংশোদ্ভূত ছিলেন।

তিনি প্রথমদিকে বানেসের সরকারি বিদ্যালয়ে ও পরে এক মার্কিন কোয়েকারদের দ্বারা পরিচালিত বিদ্যালয়ে শিক্ষালাভ করেন। মায়ের মৃত্যুর পর ১৪ বছর বয়সে তিনি বাড়ি ত্যাগ করেন।

কর্মজীবন

১৯২১ সালে তিনি কিউবার রাজধানী হাভানায় গমন করেন। একই বছরের এপ্রিলে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন।

সাঁটলিপি ও টাইপিং শেখার পর ১৯২৩ সালে তিনি সেনাবাহিনী ত্যাগ করেন। সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি স্টেনোগ্রাফির শিক্ষক হিসেবে কাজ করেন এবং পরে গার্দিয়া রুরাল বা গ্রাম্য পুলিশে অন্তর্ভুক্ত হন। পরবর্তী তিনি সেনাবাহিনীতে ফেরত যান এবং এক রেজিমেন্টাল কর্নেলের সচিব হিসেবে কর্পোরাল পদে যোগদান করেন।

১৯৩৩ সালের অভ্যুত্থান

প্রথম রাষ্ট্রপতিকাল (১৯৪০-১৯৪৪)

রাষ্ট্রপতি পরবর্তীকাল

সামরিক অভ্যুত্থান ও দ্বিতীয় রাষ্ট্রপতিকাল(১৯৫২-১৯৫৯)

কিউবান বিপ্লব

মৃত্যু

বাতিস্তা ৬ই আগস্ট, ১৯৭৬ তারিখে স্পেনের গুয়াদালমিনায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ