বুলগেরিয়া জাতীয় ফুটবল দল

বুলগেরিয়া জাতীয় ফুটবল দল (বুলগেরীয়: Български национален отбор по футбол, ইংরেজি: Bulgaria national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে বুলগেরিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম বুলগেরিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বুলগেরীয় ফুটবল ইউনিয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯২৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯২৪ সালের ২১শে মে তারিখে, বুলগেরিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে বুলগেরিয়া অস্ট্রিয়ার কাছে ৬ –০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

বুলগেরিয়া
দলের লোগো
ডাকনামলাভোভেতে (সিংহ)
অ্যাসোসিয়েশনবুলগেরীয় ফুটবল ইউনিয়ন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচখালি
অধিনায়কপেতার জানেভ
সর্বাধিক ম্যাচস্তিলিয়ান পেত্রভ (১০৫)
শীর্ষ গোলদাতাদিমিতার বেরবাতভ
রিস্তো বোনেভ (৪৮)
মাঠভাসসিল লেভস্কি জাতীয় স্টেডিয়াম
ফিফা কোডBUL
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৮১ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[১]
সর্বোচ্চ(জুন ১৯৯৫)
সর্বনিম্ন৯৬ (মে ২০১২)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৯১ হ্রাস ১২ (১২ জানুয়ারি ২০২৪)[২]
সর্বোচ্চ(আগস্ট ১৯৭৫)
সর্বনিম্ন৮২ (নভেম্বর ২০২০)
প্রথম আন্তর্জাতিক খেলা
 অস্ট্রিয়া ৬–০ বুলগেরিয়া 
(ভিয়েনা, অস্ট্রিয়া; ২১ মে ১৯২৪)
বৃহত্তম জয়
 বুলগেরিয়া ১০–০ ঘানা 
(লেওন, মেক্সিকো; ১৪ অক্টোবর ১৯৬৮)
বৃহত্তম পরাজয়
 স্পেন ১৩–০ বুলগেরিয়া 
(মাদ্রিদ, স্পেন; ২১ মে ১৯৩৩)
বিশ্বকাপ
অংশগ্রহণ৭ (১৯৬২-এ প্রথম)
সেরা সাফল্যচতুর্থ স্থান (১৯৯৪)
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ২ (১৯৯৬-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (১৯৯৬, ২০০৪)
গ্রীষ্মকালীন অলিম্পিক
অংশগ্রহণ৫ (১৯২৪-এ প্রথম)
সেরা সাফল্যরানার-আপ (১৯৬৮)
বলকান কাপ
অংশগ্রহণ১২ (১৯৩০-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৩১, ১৯৩২, ১৯৭৬)

৪৪,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট ভাসসিল লেভস্কি জাতীয় স্টেডিয়ামে লাভোভেতে নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় বুলগেরিয়ার রাজধানী সফিয়ায় অবস্থিত। বর্তমানে এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন সিএসকেএ সফিয়ার রক্ষণভাগের খেলোয়াড় পেতার জানেভ।

বুলগেরিয়া এপর্যন্ত ৭ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৯৪ ফিফা বিশ্বকাপের চতুর্থ স্থান অর্জন করা, যেখানে তারা সুইডেনের কাছে ৪–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে বুলগেরিয়া এপর্যন্ত ২ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে উয়েফা ইউরো ১৯৯৬ এবং উয়েফা ইউরো ২০০৪-এর গ্রুপ পর্বে অংশগ্রহণ করা। গ্রীষ্মকালীন অলিম্পিকে বুলগেরিয়ার সেরা সাফল্য হচ্ছে রৌপ্য পদক জয়লাভ করা। এছাড়াও, বলকান কাপে বুলগেরিয়া অন্যতম সফল দল, যেখানে তারা ৩টি (১৯৩১, ১৯৩২ এবং ১৯৭৬) শিরোপা জয়লাভ করেছে।

স্তিলিয়ান পেত্রভ, রিস্তো বোনেভ, বরিস্লাভ মিহায়লভ, দিমিতার বেরবাতভ এবং এমিল কস্তাদিনভের মতো খেলোয়াড়গণ বুলগেরিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

ইতিহাস

১৯২২ সালে বুলগেরিয়া জাতীয় দল গঠিত হয়। ১৯২৩ সালে, বুলগেরীয় ফুটবল ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় এবং ১৯২৪ সালে ২১শে মে তারিখে ভিয়েনায় তাদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়,[৩] উক্ত ম্যাচে অস্ট্রিয়া ৬–০ তে পরাজিত হয়।[৪] ফলাফলটি বিস্ময়কর ছিল না কারণ সেই সময়ে অস্ট্রিয়া মধ্য ইউরোপীয় অঞ্চলের দলগুলোর মধ্যে এগিয়ে ছিল, যা সেই সময়ে ফুটবলকে প্রভাবিত করেছিল। বুলগেরিয়াকে ঐ পর্যায়ের কাছাকাছি নিয়ে আসার জন্য, বুলগেরিয়া ফুটবল অ্যাসোসিযেশন ১৯২০ সালের দিকে অস্ট্রিয়ান কোচ নিতশ্চ এবং স্টেজসকাল এবং ১৯৩০ সালের দিকে হাঙ্গেরীয় কোচ নেমেস, ফোগল এবং জার্মান কোচ ফেইস্টকে নিয়োগ দেয়। উরুগুয়েতে অনুষ্ঠিত ১৯৩০ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য বুলগেরিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু খেলোয়াড়রা তাদের চাকরি থেকে দীর্ঘ ছুটি না পাওয়ার কারণে অবশেষে সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করে।[৫]

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯৫ সালের জুন মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বুলগেরিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৮ম) অর্জন করে এবং ২০১২ সালের মে মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ৯৬তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে বুলগেরিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৩য় (যা তারা ১৯৭৫ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৮২। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
৭৯  চীন১২৯৯.৪৯
৮০  গিনি১২৯০.০১
৮১  বুলগেরিয়া১২৮৯.৯
৮২  গ্যাবন১২৮৯.৫২
৮৩  লুক্সেমবুর্গ১২৮৫.৪১
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থানপরিবর্তনদলপয়েন্ট
৮৯  আর্মেনিয়া১৪৭০
৯০  বেলারুশ১৪৬৯
৯১ ১২  বুলগেরিয়া১৪৫৭
৯১  উত্তর সাইপ্রাস১৪৫৭
৯৩ ১৫  গিনি১৪৪৯

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০অংশগ্রহণ করেনিআমন্ত্রণ প্রত্যাখ্যান
১৯৩৪উত্তীর্ণ হয়নি১৪
১৯৩৮
১৯৫০অংশগ্রহণ করেনিপ্রত্যাখ্যান
১৯৫৪উত্তীর্ণ হয়নি
১৯৫৮১১
১৯৬২গ্রুপ পর্ব১৫তম
১৯৬৬গ্রুপ পর্ব১৫তম১১
১৯৭০গ্রুপ পর্ব১৩তম১২
১৯৭৪গ্রুপ পর্ব১২তম১৩
১৯৭৮উত্তীর্ণ হয়নি
১৯৮২১১১০
১৯৮৬১৬ দলের পর্ব১৫তম১৩
১৯৯০উত্তীর্ণ হয়নি
১৯৯৪৩য় স্থান নির্ধারণী৪র্থ১০১১১০১৯১০
১৯৯৮গ্রুপ পর্ব২৯তম১৮
২০০২উত্তীর্ণ হয়নি১০১৪১৫
২০০৬১০১৭১৭
২০১০১০১৭১৩
২০১৪১০১৪
২০১৮১০১৪১৯
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট৩য় স্থান নির্ধারণী৭/২১২৬১৫২২৫৩১২৯৬০২৭৪২২০৯১৭৭

অর্জন

শিরোপা

  • রানার-আপ (১): ১৯৬৮
  • তৃতীয় স্থান (১): ১৯৫৬
  • বলকান কাপ:
  • চ্যাম্পিয়ন (৩): ১৯৩১, ১৯৩২, ১৯৭৬
  • রানার-আপ (২): ১৯৩৫, ১৯৩৬
  • তৃতীয় স্থান (২): ১৯৩৩, ১৯৮০
  • চতুর্থ স্থান (৪): ১৯৩০, ১৯৩৪, ১৯৪৬, ১৯৪৭

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ