সার্স-কোভি-২ ভাইরাসের ডেল্টা প্রকারণ

সার্স-কোভি-২ ভাইরাসের একটি উদ্বেগজনক প্রকারণ

সার্স-কোভি-২ ভাইরাসের ডেল্টা প্রকারণ, যা বি.১.৬১৭.২ বংশ নামেও পরিচিত, করোনাভাইরাস রোগ ২০১৯ (কোভিড-১৯) সৃষ্টিকারী সার্স-কোভি-২ ভাইরাসের একটি প্রকারণ, যা ভাইরাসটির বি.১.৬১৭ বংশের অন্তর্ভুক্ত।[১] এটি ২০২০ সালের শেষভাগে ভারতে প্রথম শনাক্ত করা হয়।[২][৩] বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২১ সালের মে মাসে এটিকে ডেল্টা প্রকারণ নামকরণ করে।[৪]

সার্স কোভ ২ ভাইরাসের ডিএনএ গঠন

সার্স-কোভি-২ কীলক প্রোটিনের সংকেত বহনকারী বংশাণুটিতে একাধিক পরিব্যক্তি (টি৪৭৮কে এবং এল৪৫২আর)[৫] ঘটে এই প্রকারণটি সৃষ্টি হয়েছে। ফলে আদি বন্য প্রকারের ভাইরাসের তুলনায় এই প্রকারণটির সংবহনযোগ্যতা বৃদ্ধি পেয়েছে এবং এটিকে প্রতিবস্তু (অ্যান্টিবডি) দ্বারা নিষ্ক্রিয়করণের সম্ভাবনাও কমে গেছে। পাবলিক হেলথ ইংল্যান্ড ২০২১ সালের মে মাসে লক্ষ করে যে আলফা প্রকারণের তুলনায় ডেল্টা প্রকারণের আক্রমণের হার ৫১-৬৭% বেশি।[৬]

২০২১ সালের ৭ই মে পাবলিক হেলথ ইংল্যান্ড প্রকারণটিকে অনুসন্ধানাধীন প্রকারণ থেকে উদ্বেগজনক প্রকারণে পুনর্শ্রেণীবিন্যস্ত করে, কেননা তারা এটির সংবহনযোগ্যতা কমপক্ষে আলফা প্রকারণের সমান হিসেবে মূল্যায়ন করে।[৭] এর পরে ১১ই মে, ২০১১ তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই বংশটিকে উদ্বেগজনক প্রকারণ হিসেবে শ্রেণীবদ্ধ করে। এই প্রকারণটি ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ভারতে শুরু হওয়া করোনাভাইরাস রোগের মহামারীর দ্বিতীয় তরঙ্গের জন্য আংশিকভাবে দায়ী বলে মনে করা হয়।[৮][৯][১০]

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ