আতালান্তা বেরগামাস্কা কালচো

আতালান্তা বেরগামাস্কা কালচো (ইতালীয়: Atalanta Bergamasca Calcio, ইংরেজি: Atalanta B.C.; সাধারণত আতালান্তা বিসি অথবা শুধুমাত্র আতালান্তা নামে পরিচিত) হচ্ছে লোম্বারদিয়ার বেরগামো ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৯০৭ সালের ১৭ই অক্টোবর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। আতালান্তা বিসি তাদের সকল হোম ম্যাচ বেরগামোর স্তাদিও আতলেতি আজ্জুররি দে'ইতালিয়ায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২১,৩০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জান পিয়েরো গাসপেরিনি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আন্তোনিও পেরকাসসি। আর্জেন্টিনীয় আক্রমণভাগের খেলোয়াড় পাপু গোমেস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

আতালান্তা
পূর্ণ নামআতালান্তা বেরগামাস্কা কালচো এসপিএ
ডাকনামলা দেয়া (দেবী)
গ্লি অরোবিচি
ই নেরাজ্জুররি (কালো এবং নীল)
প্রতিষ্ঠিত১৭ অক্টোবর ১৯০৭; ১১৬ বছর আগে (1907-10-17)
মাঠস্তাদিও আতলেতি আজ্জুররি দে'ইতালিয়া
ধারণক্ষমতা২১,৩০০[১]
সভাপতিইতালি আন্তোনিও পেরকাসসি[২]
প্রধান কোচইতালি জান পিয়েরো গাসপেরিনি
লিগসেরিয়ে আ
২০১৯–২০৩য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

এই ক্লাবের ডাকনাম রাখা হয়েছে নেরাজ্জুররি এবং অরোবিচি। ১৯০৮ সালে লিসেও ক্লাসিকো জিমের কিছু সুইস শিক্ষার্থীর দ্বারা প্রতিষ্ঠিত[৩][৪][৫] ইতালিতে, আতালান্তাকে মাঝে মাঝে রেজিনা দেলে প্রভিন্সিয়ালি (প্রাদেশিক ক্লাবগুলোর রানী) বলা হয়; কারণ ক্লাবটি আঞ্চলিক রাজধানীভিত্তিক নয় এমন ইতালীয় ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে সুসংগত।

ঘরোয়া ফুটবলে, আতালান্তা বিসি এপর্যন্ত ৮টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি কোপা ইতালিয়া এবং ৬টি সেরিয়ে বি শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যেটি হচ্ছে ১৯৯০ উয়েফা কাপ উইনার্স কাপ। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ১৯৮৮ সালে কাপ উইনার্স কাপের সেমিফাইনালে পৌঁছেছিল; কিন্তু উক্ত সময়েও তারা সেরিয়ে বি প্রতিযোগিতা করত। এটি এখনও উয়েফার একটি বড় প্রতিযোগিতায় কোন অ-প্রথম-বিভাগীয় ক্লাবের সেরা সাফল্য (কার্ডিফ সিটির সাথে একসাথে)। আতালান্তা উয়েফা ইউরোপা লীগের চারটি মৌসুমে অংশ নিয়েছিল (পূর্বে উয়েফা কাপ নামে পরিচিত); যার মধ্যে ১৯৯০–৯১ মৌসুমে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল।

সভাপতিত্বের ইতিহাস

আতালান্তার ইতিহাসে একাধিক সভাপতি (চেয়ারম্যান) (ইতালীয়: presidenti, অনুবাদ'presidents' or ইতালীয়: presidenti del consiglio di amministrazione, অনুবাদ'chairmen of the board of directors') ছিল। তাদের মধ্যে কেউ কেউ ক্লাবের মূল অংশীদার হয়েছেন। সবচেয়ে দীর্ঘস্থায়ী সভাপতি হলেন ইভান রুজ্জেরি, যিনি ২০০৮ সালের জানুয়ারিতে স্ট্রোকের পরে তাঁর দায়িত্ব থেকে মুক্তি পেয়েছিলেন, তার স্থলাভিষিক্ত হন তার পুত্র আলেসান্দ্রো[৬] যাকে ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে আতালান্তার সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছিল। স্ট্রোকের কারণে আলেসান্দ্রোর বাবা তাকে পরিচালনা করতে পারেননি।[৭] ২০১০ সালের জুনে, সেরিয়ে বিতে আরেক দফা অবনমন হওয়ার পরে, আলেসান্দ্রো রুজ্জেরি ক্লাবটির নিজের অংশ আন্তোনিও পেরকাসির কাছে বিক্রি করেছিলেন, যিনি আতালান্তার নতুন চেয়ারম্যান হন।[৮]

 
নামসময়কাল
এনরিকো লুকশিঙ্গার১৯২০–১৯২১
আন্তোনিও গামবিরাসি১৯২৬–১৯২৮
পিয়েত্রো কাপোফেরি১৯২৮–১৯৩০
আন্তোনিও পেসেন্তি১৯৩০–১৯৩২
এমিলিও সান্তি১৯৩২–১৯৩৫
লামবেরতো সালা১৯৩৫–১৯৩৮
নারদো বেরতানচিনি Bertoncini১৯৩৮–১৯৪৪
গুয়েরিনো ওপারান্দি১৯৪৪–১৯৪৫
দানিয়েলে তুরানি১৯৪৫–১৯৬৪
আত্তিলিও ভিচেন্তিনি১৯৬৪–১৯৬৯
 
নামসময়কাল
জাকোমো "মিনো" বারাক্কি১৯৬৯–১৯৭০
আকিল্লে বোরতোলত্তি১৯৭০–১৯৭৪
এনজো সেন্সি১৯৭৪–১৯৭৫
আকিল্লে বোরতোলত্তি১৯৭৫–১৯৮০
শেজাসে বোরতোলত্তি১৯৮০–১৯৯০
আকিল্লে বোরতোলত্তি১৯৯০
আন্তোনিও পেরকাসি১৯৯০–১৯৯৪
ইভান রুজ্জেরি১৯৯৪–২০০৮
আলেসান্দ্রো রুজ্জেরি২০০৮–২০১০
আন্তোনিও পেরকাসসি২০১০–

সমর্থক

আতালান্তার খেলা উপভোগরত দলটির সমর্থক

আতালান্তার সমর্থকরা খুব অনুগত হিসাবে বিবেচিত হয়। আতালান্তা স্তাদিও আতলেতি আজ্জুররি দে'ইতালিয়া তাদে হোম ম্যাচ খেললে উত্তর দিকের কার্ভা নর্ড সমর্থকরা পুরো ম্যাচজুড়ে দলকে তাদের মাতাল দিয়ে উৎসাহিত করে।

আতালান্তার সমর্থকদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ব্রেশিয়া প্রতিবেশী সমর্থকদের সাথে।[৯] এছাড়াও ভেরোনা, জেনোয়া, ফিওরেন্তিনা, এএস রোমা, লাৎসিয়ো, নাপোলি, এসি মিলান, ইন্টার মিলান, তোরিনোর সমর্থকদের সাথেও শক্ত প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।[১০] পক্ষান্তরে জার্মান বুন্দেসলিগা ক্লাব এইন্টাখট ফ্রাঙ্কফুর্ট এবং অস্ট্রীয় ক্লাব ওয়েকার ইনসবার্কের ভক্তদের সাথে দীর্ঘসময় ধরে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।[১১]

বিশেষ উপলক্ষে আতালান্তা সমর্থকরা বান্দিয়েরু নামে একটি খুব বড় কালো এবং নীল পতাকা প্রদর্শন করে, যা পুরো কার্ভা নর্ড স্ট্যান্ডটি জুড়ে দৃশ্যমান হয়।

অর্জন

ঘরোয়া

  • কোপা ইতালিয়া
বিজয়ী (১): ১৯৬২–৬৩
রানার-আপ (৩): ১৯৮৬–৮৭, ১৯৯৫–৯৬, ২০১৮–১৯
তৃতীয় স্থান: ২০১৮–১৯
  • সেরিয়ে বি
বিজয়ী (৬):[১২] ১৯২৭–২৮, ১৯৩৯–৪০, ১৯৫৮–৫৯, ১৯৮৩–৮৪, ২০০৫–০৬, ২০১০–১১
রানার-আপ (৪): ১৯৩৬–৩৭, ১৯৭০–৭১, ১৯৭৬–৭৭, ১৯৯৯–২০০০
  • সেরিয়া সি১
বিজয়ী (১): ১৯৮১–৮২

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ