ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ

ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ (ইংরেজি ভাষায়: British Virgin Islands, সংক্ষেপে BVI), সরকারীভাবে শুধু ভার্জিন দ্বীপপুঞ্জ নামেও পরিচিত (Virgin Islands),[৩] একটি ব্রিটিশ অধিকৃত সামুদ্রিক অঞ্চল। এটি ক্যারিবীয় সাগরে পুয়ের্তো রিকোর পূর্বে অবস্থিত। এই দ্বীপগুলি বৃহত্তর ভার্জিন দ্বীপাঞ্চল-এর অংশবিশেষ গঠন করেছে। এই দ্বীপাঞ্চলে আরও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভার্জিন দ্বীপপুঞ্জ এবং স্পেনীয় ভার্জিন দ্বীপপুঞ্জ

ভার্জিন দ্বীপপুঞ্জ

Virgin Islands (ইংরেজি)
ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের জাতীয় পতাকা
পতাকা
ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের জাতীয় মর্যাদাবাহী নকশা
জাতীয় মর্যাদাবাহী নকশা
নীতিবাক্য: "Vigilate" (লাতিন)
"সদাসতর্ক থাকো।"
জাতীয় সঙ্গীত: "গড সেভ দ্য কুইন"
আঞ্চলিক সঙ্গীত: "ও, বিউটিফুল ভার্জিন আইল্যান্ডস"
 ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ-এর অবস্থান (লাল রঙে বৃত্তাবদ্ধ) ক্যারিবীয় অঞ্চল-এ (হালকা হলুদ)
 ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ-এর অবস্থান (লাল রঙে বৃত্তাবদ্ধ)

ক্যারিবীয় অঞ্চল-এ (হালকা হলুদ)

ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের অবস্থান
অবস্থাব্রিটিশ সামুদ্রিক অঞ্চল
রাজধানীরোড টাউন
১৮°২৫.৮৮৩′ উত্তর ৬৪°৩৭.৩৮৩′ পশ্চিম / ১৮.৪৩১৩৮৩° উত্তর ৬৪.৬২৩০৫০° পশ্চিম / 18.431383; -64.623050
বৃহত্তম নগরীcapital
সরকারি ভাষাইংরেজি
নৃগোষ্ঠী
  • ৭৬.৫% কৃষ্ণাঙ্গ/আফ্রিকান
  • ৭% শ্বেতাঙ্গ
  • ৫% হিস্পানিক
  • ৫% বহুজাতিক
  • ২% পূর্ব ভারতীয়
  • ৪.৫% অন্যান্য a
জাতীয়তাসূচক বিশেষণভার্জিন দ্বীপবাসী (ভার্জিন আইল্যান্ডার Virgin Islander)
সরকারসাংবিধানিক রাজতন্ত্রের অধীনস্থ সংসদীয় নির্ভরশীল অঞ্চল
২য় এলিজাবেথ
• প্রশাসক (গভর্নর)
জন ডানকান
• উপ-প্রশাসক (ডেপুটি গভর্নর)
ভি. ইনেজ আর্চিবাল্ড
• মুখ্যমন্ত্রী
অরল্যান্ডো স্মিথ
• দ্বায়িত্বশীল মন্ত্রীb (যু.রা.)
ব্যারনপত্নী অ্যানলি অফ সেন্ট জনস
আইন-সভাহাউস অফ অ্যাসেম্বলি
প্রতিষ্ঠা 
যুক্তরাজ্যের একটি নির্ভরশীল অঞ্চল হিসেবে
• বিযুক্তি
১৯৬০
• স্বায়ত্বশাসন
১৯৬৭
আয়তন
• মোট
১৫৩ কিমি (৫৯ মা) (২১৬তম)
• পানি (%)
1.6
জনসংখ্যা
• ২০১০ আদমশুমারি
২৮,০৫৪[১] (২১২তম)
• ঘনত্ব
২৬০/কিমি (৬৭৩.৪/বর্গমাইল) (৬৮তম)
জিডিপি (পিপিপি)আনুমানিক
• মোট
৮৫.৩৪ কোটি মার্কিন ডলার[২]
• মাথাপিছু
৪৩,৩৬৬ মার্কিন ডলার
মুদ্রামার্কিন ডলার (USD)
সময় অঞ্চলইউটিসি-4 (আমাস (AST))
গাড়ী চালনার দিকবাম
কলিং কোড+1-284
আইএসও ৩১৬৬ কোডVG
ইন্টারনেট টিএলডি.vg
  1. Source for all ethnic groups including labels: 2010 Census of Population
  2. For the Overseas Territories.
ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের মানচিত্র

ব্রিটিশ ভার্জিন দ্বীপগুলির মোট আয়তন প্রায় ১৫০-বর্গকিলোমিটার (৫৮-বর্গমাইল)। এর মূল দ্বীপগুলি হল টর্টোলা, ভার্জিন গর্ডা, অ্যানেগাডা এবং জস্ট ভ্যান ডাইক। এছাড়াও এতে আরও প্রায় ৫০টি ক্ষুদ্রতর দ্বীপ ও "কে" (cay) আছে। মোট প্রায় ১৫টি দ্বীপে মনুষ্যবসতি আছে। রাজধানী শহরের নাম রোড টাউন; এটি বৃহত্তম দ্বীপ টর্টোলাতে অবস্থিত (২০ কিমি (১২ মা) দীর্ঘ ও ৫ কিমি (৩ মা) প্রশস্ত)। এই দ্বীপগুলিতে মোট প্রায় ২৮ হাজার লোকের বাস, যাদের প্রায় ২৩,৫০০ জন[৪] টর্টোলা দ্বীপে বাস করে।

ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের অধিবাসীদেরকে ব্রিটিশ-অধিকৃত সামুদ্রিক অঞ্চলের নাগরিক হিসেবে গণ্য করা হয়। ২০০২ সাল থেকে তারা পূর্ণ ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। যদিও অঞ্চলটি ইউরোপীয় ইউনিয়ন-এর অন্তর্ভুক্ত নয় কিংবা সেখানকার আইনের আওতায় পড়ে না, এর অধিবাসীদেরকে ইউরোপীয় ইউনিয়নের নাগরিক হিসেবেও গণ্য করা হয়।[৫]

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ