রবার্ট প্যাটিনসন

অভিনেতা

রবার্ট ডগলাস টমাস প্যাটিনসন[১][২] (জন্ম: ১৩ মে, ১৯৮৬)[৩][৪] একজন ইংরেজ অভিনেতা, প্রযোজক, মডেল ও সঙ্গীত শিল্পী।[৫]

রবার্ট প্যাটিনসন
বার্লিন চলচ্চিত্র উৎসব ২০১৭ এর অনুষ্ঠানে প্যাটিনসন
জন্ম
রবার্ট ডগলাস টমাস প্যাটিনসন

(1986-05-13) ১৩ মে ১৯৮৬ (বয়স ৩৭)
পেশাঅভিনেতা, প্রযোজক, মডেল, সঙ্গীত শিল্পী
কর্মজীবন২০০৪-বর্তমান
আত্মীয়লিজি প্যাটিনসন (বোন)

প্যাটিনসন ২০০৫ সালে হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার চলচ্চিত্রে সেডরিক ডিগরি চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন।[৬] এরপরে তিনি টোয়াইলাইট চলচ্চিত্র ধারাবাহিকে ভ্যাম্পায়ার এডওয়ার্ড কুলেনের চরিত্রে অভিনয় করে সবার নজরে আসেন। এই চলচ্চিত্র ধারাবাহিকটিতে ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত পাঁচটি চলচ্চিত্র নির্মিত হয় এবং এটি সর্বসাকুল্যে বিশ্বব্যাপী ৩৩০ কোটি মার্কিন ডলার আয় করে। এই চলচ্চিত্র ধারাবাহিকে অভিনয় তাকে খ্যাতি এনে দেয়[৭] আর এর মাধ্যমে তিনি সবচেয়ে বেশি আয় করা এবং ধনী হলিউড তারকার কাতারে নাম লেখান।[৮][৯][১০] ২০১০ সালে টাইম সাময়িকী তাকে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে আর একই বছর ফোর্বস সাময়িকী তাকে বিশ্বের ১০০ প্রভাবশালী তারকা হিসাবে ফোর্বস ১০০ তারকার তালিকায় উল্লেখ করে।[১১][১২]

২০০৯ সালে তিনি লিটল অ্যাশেজ চলচ্চিত্রে সালভাদোর দালির চরিত্রে অভিনয় করেন।[১৩] একই বছর প্যাটিনসনের খ্যাতি আর জনপ্রিয়তা নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র রবসেসড প্রকাশিত হয়।[১৪] তিনি রিমেম্বার মি (২০১০) চলচ্চিত্রে সমস্যায় জর্জরিত এক যুবকের ভূমিকায় অভিনয় করেন।[১৫] তিনি রোমান্টিক নাট্য ওয়াটার ফর এলিফ্যান্ট (২০১১) চলচ্চিত্রেও অভিনয় করেন।[১৬] ২০১২ সালে তিনি ডেভিড ক্রোনেনবার্গের কসমোপোলিস চলচ্চিত্রে একজন দৃঢ, শীতল-হৃদয়ের ক্ষুরধার বুদ্বিসম্পন্ন কোটিপতির চরিত্রে অভিনয় করেন যা সমালোচকদের কাছে বেশ প্রশংসিত হয়।[১৭] পরবর্তীতে তিনি ডেভিড মিচোডের ওয়েস্টার্ন ঘরানার চলচ্চিত্র দ্য রোভার (২০১৪),"[১৮] ক্রোনেনবার্গের স্যাটায়ার চলচ্চিত্র ম্যাপস টু দ্য স্টার্স (২০১৪),[১৯] জেমস গ্রের দ্য লস্ট সিটি অব জেড (২০১৬)[২০] চলচ্চিত্রে অভিনয় করেন যার মাধ্যমে তিনি সমালোচকদের কাছে আরো বেশি প্রশংসিত হন।

প্যাটিনসন ১২ বছর বয়সে মডেলিং এর কাজ শুরু করেন। ২০১৩ সালে ডিওর হোম তাকে তাদের "ফেস অব ফ্রাগরান্স" হিসাবে নির্বাচিত করে। ২০১৬ সালে তিনি প্রথমবারের মত তাদের পুরুষদের পোশাকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন।[২১]

প্যাটিনসন একাধারে সুরকার ও গায়ক। তিনি দ্য টোয়ালাইট সাগা চলচ্চিত্র ধারাবাহিক ও ২০০৮ সালের কমেডি-নাট্য চলচ্চিত্র হাউ টু বি এর জন্য গান গেয়েছেন। তিনি শিশু পতিতাবৃত্তি, শিশু পর্নোগ্রাফি ও যৌনকর্মের জন্য শিশু পাচার বন্ধ রোধে কাজ করে যাওয়া সংস্থা "ইসিপিএটি"[২২] এবং হারিয়ে যাওয়া শিশু খুঁজে পেতে সহায়তা করা প্রতিষ্ঠান "পিএসিটি" এর সমর্থক।[২৩] তিনি "গো ক্যাম্পেইন" নামের একটি অলাভজনক সংস্থারও সমর্থক যারা এতিম ও নিপীড়িত শিশুদের জন্য বিশ্বব্যাপী জনসচেতনতা ও তহবিল গঠনের কাজ করে থাকে। পরবর্তীতে ২০১৫ সালে তিনি এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হন।[২৪] তিনি আন্তর্জাতিক মেডিক্যাল কোরের সদস্য এবং এই প্রতিষ্ঠানের হয়ে ক্যান্সারের বিরুদ্ধে তিনি জনসচেতনতা গঠনেও কাজ করেছেন।[২৫][২৬]

চলচ্চিত্রের তালিকা

সংকেত
নির্দেশ করে যে চলচ্চিত্রগুলো এখনও মুক্তি পায় নি
সালচলচ্চিত্রের নামচরিত্রটুকিটাকি
২০০৪ভ্যানিটি ফেয়ারপ্রাপ্তবয়স্ক রডি ক্রলিশুধুমাত্র চলচ্চিত্রের ডিভিডিতে উপস্থিতি
২০০৪রিং অব দ্য নিবেলাংসজিজেলারটিভি চলচ্চিত্র
২০০৫হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ারসেডরিক ডিগরি
২০০৬দ্য হন্টেড এয়ারম্যানটোবি জাগটিভি চলচ্চিত্র
২০০৭দ্য ব্যাড মাদার'স হ্যান্ডবুকড্যানিয়েল গেলটিভি চলচ্চিত্র
২০০৭হ্যারি পটার অ্যান্ড দি অর্ডার অব দ্য ফিনিক্সসেডরিক ডিগরিবিশেষ উপস্থিতি
২০০৮হাউ টু বিআর্ট
২০০৮টোয়াইলাইটএডওয়ার্ড কুলেন
২০০৯লিটল অ্যাশেজসালভাদোর দালি
২০০৯দ্য টোয়াইলাইট সাগা: নিউ মুনএডওয়ার্ড কুলেন
২০১০রিমেম্বার মিটাইলার হকিন্সনির্বাহী প্রযোজকও ছিলেন
২০১০দ্য টোয়াইলাইট সাগা: এক্লিপ্সএডওয়ার্ড কুলেন
২০১০লাভ অ্যান্ড ডিসট্রাস্টরিচার্ড
২০১১ওয়াটার ফর এলিফ্যান্টসজ্যাকব জানকোস্কি
২০১১দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন - পার্ট ১এডওয়ার্ড কুলেন
২০১২বেল আমিজর্জ ডুরয়
২০১২কসমোপোলিসএরিক প্যাকার
২০১২দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন - পার্ট ২এডওয়ার্ড কুলেন
২০১৪দ্য রোভাররেনল্ডস
২০১৪ম্যাপস টু দ্য স্টার্সজেরোম ফন্টানা
২০১৫কুইন অব দ্য ডেজার্টটমাস এডওয়ার্ড লরেন্স
২০১৫লাইফডেনিস স্টক
২০১৬দ্য চাইল্ডহুড অব এ লিডারচার্লস মার্কার/ প্রাপ্তবয়স্ক প্রেস্কট
২০১৬দ্য লস্ট সিটি অব জেডহেনরি কস্টিন
২০১৭গুড টাইমকনি নিকাস
২০১৭ড্যামজেল
২০২২দ্য ব্যাটম্যানব্রুস ওয়েইন/ব্যাটম্যান

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ