২০১৯ কোপা আমেরিকা

চতুর্বষীয় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা

২০১৯ কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল কর্তৃক আয়োজিত চতুর্বষীয় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকার ৪৬তম আসর ছিল। এই আসরটি ব্রাজিলে ২০১৯ সালের ১৪ই জুন হতে ৭ই জুলাই তারিখ পর্যন্ত ৬টি মাঠে অনুষ্ঠিত হয়েছে।

২০১৯ কোপা আমেরিকা
কনমেবল কোপা আমেরিকা ব্রাজিল ২০১৯

ভিব্রা ও কন্তিনেন্তে
(মহাদেশের কম্পন)
বিবরণ
স্বাগতিক দেশব্রাজিল ব্রাজিল
তারিখ১৪ জুন – ৭ জুলাই
দল১২ (২টি কনফেডারেশন থেকে)
মাঠ৬ (৫টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন ব্রাজিল (৯ম শিরোপা)
রানার-আপ পেরু
তৃতীয় স্থান আর্জেন্টিনা
চতুর্থ স্থান চিলি
পরিসংখ্যান
ম্যাচ২৬
গোল সংখ্যা৬০ (ম্যাচ প্রতি ২.৩১টি)
দর্শক সংখ্যা৭,৯৭,২৭৭ (ম্যাচ প্রতি ৩০,৬৬৫ জন)
শীর্ষ গোলদাতাব্রাজিল এভার্টন
পেরু পাওলো গেরেরো
(প্রত্যেকে ৩ গোল করে)
সেরা খেলোয়াড়ব্রাজিল দানি আলভেস
সেরা গোলরক্ষকব্রাজিল অ্যালিসন
ফেয়ার প্লে পুরস্কার ব্রাজিল

সর্বশেষ দুই আসর, ২০১৫ এবং ২০১৬-এর বিজয়ী চিলি হচ্ছে এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু তারা সেমি-ফাইনালে পেরুর কাছে ০–৩ গোলে হারে; এবং পরবর্তীতে ৩য় স্থান নির্ধারণী খেলায় আর্জেন্টিনার কাছে ১–২ গোলে হেরে ৪র্থ স্থান অধিকার করে।

ফাইনালে, ব্রাজিল পেরুকে ৩–১ গোলে হারিয়ে নবমবারের মতো কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়।[১] ৩য় স্থান নির্ধারণী খেলায়, আর্জেন্টিনা চিলিকে ২–১ গোলে হারিয়ে ৩য় স্থান অধিকার করে।[২]

আয়োজক

আয়োজক নির্ধারণে কনমেবলের আবর্তন নীতি অনুসারে বর্ণানুক্রমিকভাবে ব্রাজিল ২০১৫ কোপা আমেরিকার আয়োজক হওয়ার কথা ছিল,[৩] কিন্তু ২০১৩ ফিফা কনফেডারেশন্স কাপ, ২০১৪ ফিফা বিশ্বকাপ এবং ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক হওয়ার পর ২০১৫ কোপা আমেরিকা আয়োজন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। অতঃপর ব্রাজিল এবং চিলি ফুটবল ফেডারেশন তাদের মধ্যকার পারস্পরিক আলোচনার ভিত্তিতে ২০১৫ এবং ২০১৯ সালের আসর আয়োজনের অধিকার একে অপরের সাথে বিনিময় করে নিয়েছিল[৪] এবং ২০১২ সালে কনমেবল এই সংক্রান্ত চুক্তি অনুমোদন করে।[৫] এরফলস্বরূপ চিলি ২০১৫ কোপা আমেরিকার আয়োজকের দায়িত্ব পালন করেছিল।

২০১৯ সালের এই আসরটি হচ্ছে কোপা আমেরিকার ইতিহাসে ১২ দলের মধ্যকার এবং বিজোড় বছরে আয়োজিত সর্বশেষ আসর। ২০২০ সাল হতে, এই প্রতিযোগিতাটি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের সাথে একই বছরে অনুষ্ঠিত হবে।[৬][৭]

মাঠ

২০১৮ সালের ১৪ই জুন তারিখে, ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশনের উপরাষ্ট্রপতি ফের্নান্দো সার্নি ঘোষণা করেছিলেন যে, এই আসরটি সর্বমোট পাঁচটি শহরে আয়োজিত হবে: সালভাদোর, রিউ দি জানেইরু, সাও পাওলো, বেলু ওরিজোঁতি এবং পোর্তো আলেগ্রে। ২০১৮ সালের ১৭ই সেপ্টেম্বর তারিখে আয়োজিত এক বৈঠক শেষে স্টেডিয়ামের তালিকা প্রকাশ করা হয়েছিল।[৮] উদ্বোধনী খেলা সাও পাওলোর এস্তাদিও দো মোরুম্বিতে অনুষ্ঠিত হবে, সেমি-ফাইনালের খেলাগুলো পোর্তো আলেগ্রের আরেনা দো গ্রেমিও এবং বেলু ওরিজোঁতির মিনেইরাওয়ে এবং ফাইনাল খেলাটি রিউ দি জানেইরুর এস্তাদিও দো মারাকানা অনুষ্ঠিত হবে।[৯] ২০১৮ সালের ২৩শে নভেম্বর তারিখে, কনমেবল ঘোষণা করে যে, সাও পাওলো দ্বিতীয় মাঠটি অ্যালিয়াঞ্জ পার্কে হতে অ্যারেনা করিন্থিয়ান্সে পরিবর্তন করা হয়েছিল।[১০]

রিউ দি জানেইরুসাও পাওলো
এস্তাদিও দো মারাকানাএস্তাদিও দো মোরুম্বিঅ্যারেনা করিন্থিয়ান্স
ধারণক্ষমতা: ৭৪,৭৩৮ধারণক্ষমতা: ৬৭,৪২৮ধারণক্ষমতা: ৪৯,২০৫
বেলু ওরিজোঁতিপোর্তো আলেগ্রেসালভাদোর
এস্তাদিও মিনেইরাওআরেনা দো গ্রেমিওইতাইপাভা আরেনা ফোন্তে নোভা
ধারণক্ষমতা: ৫৮,১৭০ধারণক্ষমতা: ৫৫,৬৬২ধারণক্ষমতা: ৫১,৯০০

অংশগ্রহণকারী দল

সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশনের ১০ টি দেশের সবগুলো দেশ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্য।

১৬ মার্চ ২০১৮ সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন সিদ্ধান্ত নেয় যে, ২০১৯ কোপা আমেরিকায় কনকাকাফ থেকে ৩ টি দল এবং এএফসি থেকে ৩ টি দল অংশগ্রহণ করবে।

ড্র

পট ১পট ২পট ৩পট ৪

 ব্রাজিল (৩) (আয়োজক)
 উরুগুয়ে (৭)
 আর্জেন্টিনা (১১)

 কলম্বিয়া (১২)
 চিলি (১৩)
 পেরু (২০)

 ভেনেজুয়েলা (৩১)
 প্যারাগুয়ে (৩২)
 জাপান (৫০)

 ইকুয়েডর (৫৭)
 বলিভিয়া (৫৯)
 কাতার (৯৩)

খেলা পরিচালনাকারী

সংস্থারেফারিসহকারী রেফারি
আর্জেন্টিনানেস্তর পিতানা
ফারনান্দো ন্যাপালিনি
Patricio Loustau
Hernan Maidana
Juan Pablo Belatti
Ezequiel Brailovsky
বলিভিয়াগেরি ভার্গাসJosé Antelo
Edwar Saavedra
ব্রাজিলWilton Sampaio
Raphael Claus
Anderson Daronco
Rodrigo Correa
Marcelo Van Gasse
Kléber Gil
চিলিRoberto Tobar
Julio Bascuñán
Piero Maza
Christian Schiemann
Claudio Rios
কলম্বিয়াWilmar Roldán
Andrés Rojas
Nicolás Gallo
Alexander Guzmán
Wilmar Navarro
John Alexander Leon
EcuadorRoddy Zambrano
Carlos Orbe
Christian Lescano
Byron Romero
ParaguayMario Díaz de Vivar
Arnaldo Samaniego
Eduardo Cardozo
Dario Gaona
PeruDiego Haro
Víctor Carrillo
Johnny Bossio
Víctor Raez
UruguayEsteban Ostojich
Leodán González
Nicolás Taran
Richard Trinidad
VenezuelaAlexis Herrera
Jesús Valenzuela
Carlos López
Luis Murillo

গ্রুপ পর্ব

গ্রুপ এ

১৪ই জুন ২০১৯২১:৩০

ব্রাজিল ৩-০ বলিভিয়া

কউতিনহো ৫০'(পেনাল্টি), ৫৩'এভারটন ৮৫'

রিপোর্ট

এস্তাদিও ডো মরুম্বি, সাও পাওলোউপস্থিতিঃ ৪৭২৬০ [২৩]রেফারিঃ নেস্টর পিতানা (আর্জেন্টিনা)

১৫ই জুন ২০১৯১৬:০০ভেনিজুয়েলা ০-০ পেরু

রিপোর্ট

এরেনা ডো জার্মিয়ো, পোর্তো এ্যালেগ্রিউপস্থিতিঃ ১৩৩৭০ [২৪]রেফারিঃ উইমার রলডেন (কলম্বিয়া)

১৮ই জুন ২০১৯১৮:৩০বলিভিয়া ১-৩ পেরুমার্টিনাস ২৮' (পেনাল্টি)গুয়েরেরো ৪৫'ফারফান ৫৫'ফ্লরেস ৯০+৬'

রিপোর্ট

এস্তাদিও ডো মারাকানা, রিও ডি জেনেইরোউপস্থিতিঃ ২৬৩৪৬ [২৫]রেফারিঃ রডি জামব্রানো (ইকুয়েডর)

১৮ই জুন ২০১৯২১:৩০ব্রাজিল ০-০ ভেনিজুয়েলা

রিপোর্টইটাইপাভা এরেনা ফন্তে নোভা, সালভাদোরউপস্থিতিঃ ৪২৫৮৭ [২৬]রেফারিঃ জুলিও বাসকোনান (চিলি)

২২শে জুন ২০১৯১৬:০০পেরু - ব্রাজিলএরেনা করিন্থিয়ানস, সাও পাওলোরেফারিঃ ফার্নান্দো রাপালিনি (আর্জেন্টিনা)

২২শে জুন ২০১৯১৬:০০বলিভিয়া - ভেনিজুয়েলাএস্তাদিও মিনেইরো, বেলো হরিজন্তেরেফারিঃ এস্তেবান ওস্তোজিছ (উরুগুয়ে)

গ্রুপ বি

গ্রুপ সি

র‍্যাংকিংয়ের তৃতীয় স্থানের দলসমূহ

নকআউট পর্ব

বন্ধনী

কোয়ার্টার-ফাইনাল

সেমি-ফাইনাল

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

আর্জেন্টিনা বনাম চিলি ২-১ গোলে আর্জেন্টিনা জয় লাফ করে

৭ জুলাই রাত ২:০০

ফাইনাল


সম্প্রচার অধিকার

উৎস:[১১]

কনমেবল

দেশসম্প্রচারকটীকাউল্লেখ
 ব্রাজিল (আয়োজক)রেদে গ্লোবোনির্দিষ্ট কিছু খেলা সরাসরি (ব্রাজিলের সকল খেলাসহ ফাইনাল)[১২]
স্পোরটিভিসকল খেলা সরাসরি[১৩][১৪]
ডাইরেকটিভি স্পোর্টসসকল খেলা সরাসরি
 আর্জেন্টিনাতেলিভিসন পাবলিকা আর্জেন্টিনানির্দিষ্ট কিছু খেলা (আর্জেন্টিনার সকল খেলাসহ সকল গ্রুপের উদ্বোধনী খেলা)[১৫]
টিওয়াইসি স্পোর্টসসকল খেলা সরাসরি
 বলিভিয়াবলিভিয়া টিভিসকল খেলা সরাসরি
 প্যারাগুয়েতিগো স্পোর্টসসকল খেলা সরাসরি
 চিলিচ্যানেল ১৩নির্দিষ্ট কিছু খেলা সরাসরি (চিলির সকল খেলা, সকল গ্রুপের উদ্বোধনী খেলা এবং ফাইনাল)[১৬]
টিভিএন
সিডিএফ
 কলম্বিয়াকারাকল টেলিভিশননির্দিষ্ট কিছু খেলা সরাসরি (কলম্বিয়ার সকল খেলা, সকল গ্রুপের উদ্বোধনী খেলা এবং ফাইনাল)
 ইকুয়েডরতেলেমাজোনাসসকল খেলা সরাসরি[১৭]
 পেরুআমেরিকা টেলিভিশন২৬ খেলার মধ্যে ২৩টি সরাসরি (পেরুর সকল খেলা, সকল গ্রুপের উদ্বোধনী খেলা এবং ফাইনাল)[১৮]
 উরুগুয়েতেলেদোসনির্দিষ্ট কিছু খেলা সরাসরি (উরুগুয়ের সকল খেলা, সকল গ্রুপের উদ্বোধনী খেলা)
দেক্সারিসকল খেলা সরাসরি[১৯]
 ভেনেজুয়েলাটিভিইএসসকল খেলা সরাসরি[২০]
আইভিসিসকল খেলা সরাসরি
ভেনেভিসিওননির্দিষ্ট কিছু খেলা সরাসরি (ভেনেজুয়েলার সকল খেলা, সকল গ্রুপের উদ্বোধনী খেলা এবং ফাইনাল)

কনকাকাফ

দেশসম্প্রচারকটীকাউল্লেখ
 কানাডাটিএসএন (ইংরেজি)সকল খেলা সরাসরি[২১]
আরডিএস (ফরাসি)[২২]
 ক্যারীবীয়ডিজিসেলস্পোর্টম্যাক্সে সকল খেলা সরাসরি[২৩]
  • টেলিভিসা
  • স্কাই স্পোর্টস
সকল খেলা সরাসরি
 মেক্সিকো
টিভি আজতেকানির্দিষ্ট কিছু খেলা সরাসরি (উদ্বোধনী গ্রুপ খেলাসহ ফাইনাল)
 কোস্টা রিকারেপ্রেতেল৬ এবং ১১-এ সকল খেলা সরাসরি[২৪]
 এল সালভাদোরটিসিএসসকল খেলা সরাসরি
 হন্ডুরাসচ্যানেল ৬নির্দিষ্ট কিছু খেলা সরাসরি (উদ্বোধনী গ্রুপ খেলাসহ ফাইনাল)
তিগো স্পোর্টসসকল খেলা সরাসরি
 পানামাআরপিসি-টিভিনির্দিষ্ট কিছু খেলা সরাসরি[২৫]
টিভিম্যাক্স[২৬]
 সুরিনামএসসিসিএননির্দিষ্ট কিছু খেলা
 মার্কিন যুক্তরাষ্ট্রইএসপিএনইএসপিএন+-এ ইংরেজি এবং পর্তুগিজ ভাষায় সকল খেলা সরাসরি[২৭] S
এনবিসি স্পোর্টস গ্রুপএনবিসিইউনিভার্সালের তেলিমুন্দো, ইউনিভার্সো, তেলিমুন্দো দেপোর্তেসের ওয়েবসাইট, এনবিসি স্পোর্টস অ্যাপ, তেলিমুন্দো নাউ এবং ইউনিভার্সো নাউ-এ স্পেনীয় ভাষায় সকল খেলা সরাসরি[২৮][২৯]

বিশ্বব্যাপী

দেশসম্প্রচারকটীকাউল্লেখ
 আফগানিস্তানএএসআরকোয়াটার-ফাইনাল হতে নির্দিষ্ট কিছু খেলা[৩০]
 অস্ট্রিয়াডিএজেডএনসকল খেলা সরাসরি
 জার্মানি[৩১]
 ইতালি
 জাপান (আমন্ত্রিত দল)
 স্পেন[৩২]
  সুইজারল্যান্ড
 অস্ট্রেলিয়াবিইন স্পোর্টসআরবিতে (শুধুমাত্র মেনা), ইংরেজিতে (ফ্রান্স বাদে) এবং ফরসিতে (অস্ট্রেলেশিয়া বাদে) সকল খেলা সরাসরি[৩৩]
 ফ্রান্স[৩৪]
 মধ্য প্রাচ্য এবং উত্তর আফ্রিকা (একটি আমন্ত্রিত দলসহ)[৩৫]
 নিউজিল্যান্ড
 আলবেনিয়াডিজিটআলবসুপারস্পোর্টে সকল খেলা সরাসরি[৩৬]
 কসোভো
এরিনা স্পোর্টসকল খেলা সরাসরি
 বেলজিয়ামটেলিনেটপ্লে স্পোর্টসে সকল খেলা সরাসরি[৩৭]
 ব্রুনাইআরটিবি২৬ খেলার ২৪টি খেলা (২১টি সরাসরি এবং ৩টি দেরিতে প্রচারিত) আনেকায় প্রচারিত এবং একই দিনে গ্রুপ পর্বের তিন গ্রুপের সকল খেলা পেরদানায় সরাসরি
 কম্বোডিয়াসিবিএসসিটিএন, সিএনসি এবং মাইটিভিতে সকল খেলা সরাসরি[৩৮]
 চীনসিসিটিভি এবং পিপিটিভিসিসিটিভি: ব্রাজিল, আর্জেন্টিনা এবং জাপানের সকল খেলা (২৩শে জুন পর্যন্ত) এবং ২৪শে জুন হতে সকল খেলা
সিসিটিভি.কমে সরাসরি, সিসিটিভি স্পোর্টস অ্যাপ এবং সিসিটিভি-৫
পিপিটিভি: ২৪শে জুন হতে সকল খেলা
[৩৯]
 চেক প্রজাতন্ত্রও২উভয় ফুটবল এবং ক্রীড়া চ্যানেলে সকল খেলা সরাসরি[৪০]
 জর্জিয়াসিল্কনেটসকল খেলা সরাসরি[৪১]
 গ্রিসইআরটিসকল খেলা সরাসরি (ক্রীড়া চ্যানেলে ২৩টি খেলা সরাসরি এবং একই দিনে গ্রুপ পর্বের তিন গ্রুপের সকল খেলা চ্যানেল ১-এ সরাসরি)[৪২]
 হংকংনাউ টিভিসকল খেলা সরাসরি
 হাঙ্গেরিস্পোর্ট টিভিসকল খেলা সরাসরি[৪৩]
 আইসল্যান্ড৩৬৫স্টু ২ স্পোর্ট ১ এবং স্টু ২ স্পোর্ট ২-এ সকল খেলা সরাসরি[৪৪]
 ইন্দোনেশিয়াকম্পাস গ্রামেদিয়াকে-ভিশনে ইংরেজিতে সকল খেলা সরাসরি, কম্পাস টিভিতে সকল খেলার পুনঃপ্রচার[৪৫]
এমএনসি মিডিয়াবাকি ২৬ খেলার ১৫টি ইংরেজিতে (সকারে ১৩টি খেলার সরাসরি এবং একই দিনে গ্রুপ পর্বের তিন গ্রুপের সকল খেলা স্পোর্টস চ্যানেলে সরাসরি) এমএনসি ভিশনে প্রচারিত; একই সাথে আরসিটিআই, এমএনসিটিভি, জিটিভি, আইনিউজ এবং এমএনসি নিউজে সকল খেলার পুনঃপ্রচার[৪৬][৪৭]
 ইরানআইআরআইবিটিভি৩, ভারজেশ এবং ভারজেশ টিভি ফারসিতে নির্দিষ্ট কিছু খেলা
 আয়ারল্যান্ডইর স্পোর্ট১ এবং ২-এ সকল খেলা সরাসরি
ফ্রিস্পোর্টসশুধুমাত্র পুনঃপ্রচার
 যুক্তরাজ্য
প্রিমিয়ার স্পোর্টসসকল খেলা সরাসরি[৪৮]
 ইসরায়েলচার্ল্টনস্পোর্ট ১ এবং স্পোর্ট ২-এ সকল খেলা সরাসরি
 কাজাখস্তানসেটান্টা স্পোর্টসসকল খেলা সরাসরি[৪৯]
 মালয়েশিয়াআরটিএম২৬টি খেলার ২০টি ইংরেজিতে (১৭টি সরাসরি এবং ৩টি দেরিতে প্রচার) টিভি১, টিভি২ এবং স্পোর্টস চ্যানেলে প্রচারিত[৫০]
 নেদারল্যান্ডসফক্স স্পোর্টসতিন আন্তর্জাতিক চ্যানেলে সকল খেলা সরাসরি[৫১]
এনইএনটিভায়াস্পোর্ট এবং ভায়াপ্লে-এ সকল খেলা সরাসরি[৫২]
 পোল্যান্ডপোলসাতস্পোর্ট এবং এক্সট্রায় সকল খেলা সরাসরি[৫৩]
 পর্তুগালস্পোর্ট টিভিসকল খেলা সরাসরি[৫৪]
 রোমানিয়াইউরোস্পোর্টসকল খেলা সরাসরি[৫৫]
 রাশিয়াম্যাচ টিভিসকল খেলা সরাসরি
 কাতার (আমন্ত্রিত দল)আল কাসএক্সট্রা ওয়ান এবং টু-এ নির্দিষ্ট কিছু খেলা (কাতারের সকল খেলাসহ)[৫৬]
 সিঙ্গাপুরস্টারহাবহাব স্পোর্টসে সকল খেলা সরাসরি[৫৭]
 স্লোভাকিয়াঅরেঞ্জসকল খেলা সরাসরি[৪০]
 দক্ষিণ কোরিয়াজেটিবিসি৩ ফক্স স্পোর্টসসকল খেলা সরাসরি[৫৮]
সিআরটিভিজিটিভিজি২-এ গালিসিয়ানে ২৬টি খেলার ১০টি খেলা সরাসরি[৫৯]
সাহারা-নিম্ন আফ্রিকাস্টারটাইমসসকল খেলা সরাসরি[৬০]
 প্রজাতন্ত্রী চীনইএলটিএসকল খেলা সরাসরি
 তাজিকিস্তানটেলিভিজিওনি তজিকিস্তনভারজেশ এবং ফুটবলে নির্দিষ্ট কিছু খেলা
 থাইল্যান্ডপিপিটিভিচ্যানেল ৩৬ এবং গোল্ড চ্যানেলে সকল খেলা সরাসরি.[৬১]
 তুরস্কটিআরটিওয়েবসাইটে সকল খেলা সরাসরি, স্পোর্ট চ্যানেলে ২৩টি খেলা সরাসরি এবং একই দিনে গ্রুপ পর্বের তিন গ্রুপের সকল খেলা চ্যানেল ১-এ সরাসরি[৬২]
 উজবেকিস্তানএনটিআরসিইউস্পোর্ট চ্যানেলে নির্দিষ্ট কিছু খেলা[৬৩]
 ভিয়েতনামএফপিটি গ্রুপসকল খেলা সরাসরি[৬৪]
কে+

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ