শালদুধ

শালদুধে প্রচুর পরিমাণে ইমিউনোগ্লোবিউলিন আ অ্যান্টিবডি থাকে , ফলে শিশুর রোগ প্রতিরোধ করতে সক্ষম

শালদুধ (ইংরেজি: Colostrum) হলো বাচ্চা জন্মের পরপর মায়ের স্তন থেকে নিঃসৃত ঈষৎ হলুদাভ, আঠালো দুধ। শালদুধ পরিমাণে খুব অল্প ও ঘন হয় কিন্তু এতে পুষ্টিগুণ তুলনামূলক অনেক বেশি। এতে প্রচুর অ্যান্টিবডি থাকে যা শিশুকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এটাকে শিশুর জীবনের প্রথম টিকা বলা হয়।[১]

Human colostrum vs breastmilk.
On the left is colostrum expressed on day 4 of lactation, and on the right is breastmilk expressed on day 8. Colostrum often has a yellow hue compared to breastmilk.

উপাদান

Droplets of colostrum expressed from the breast of a 40-weeks pregnant woman.

শালদুধে প্রচুর পরিমাণে শর্করা, আমিষ ও ভিটামিন , অ্যান্টিবডি ও শ্বেত রক্ত কণিকা রয়েছে।তবে স্বাভাবিক দুধের তুলনায় শালদুধে কার্বোহাইড্রেট, লিপিড ও পটাশিয়াম কিছুটা কম রয়েছে।এছাড়া এতে লিম্ফোসাইট [২] ও বিভিন্ন ইমিউনোগ্লোবিউলিন যেমন IgA,[৩] ল্যাক্টোফেরিন,[৪] লাইসোজাইম,[৫] ল্যাক্টোপারক্সিডেজ,[৬] কমপ্লিমেন্ট,[৭] এবং প্রোলিন সমৃদ্ধ পলিপেপটাইড (PRP),[৮] ও অল্পকিছু সাইটোকাইনস [৯] ইন্টারলিউকিনস,[৯] টিউমার নেক্রোসিস ফ্যাক্টর,[১০] কেমোকাইনস ইত্যাদি রয়েছে।[১১]। শালদুধে কিছু গ্রোথ ফ্যাক্টরও থাকে যেমন ইনসুলিন-লাইক গ্রোথ ফ্যাক্টর-১(IGF-1),[১২] ও IGF-II,[১৩] ট্রান্সফরমিং গ্রোথ ফ্যাক্টর আলফা,[১৪] বিটা-১ ও বিটা-২,[১৫][১৬] ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর,[১৭] এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর,[১৮] গ্র্যানুলোসাইট-ম্যাক্রফেজ স্টিমুলেটিং গ্রোথ ফ্যাক্টর,[১৯] প্লেটলেট-ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর,[১৯] ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর,[২০] এবং কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর-১।[২১]

উপকারিতা

শালদুধ সহজ পাচ্য হওয়ায় শিশুর জন্য খুবই উপযোগী। শালদুধের উপাদানসমূহ শিশুর পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি জীবাণুর হাত থেকে বাঁচায়। শালদুধ খাওয়ালে শিশু তাড়াতাড়ি পায়খানা করে ফলে জন্ডিস হবার সম্ভাবনা কমে যায়। অপরিণত ও কম ওজন বিশিষ্ট শিশুর জন্য শালদুধ জীবন রক্ষাকারী। এছাড়া তাড়াতাড়ি শালদুধ খাওয়ালে মায়ের গর্ভফুল দ্রুত পড়ে যায় এবং প্রসবকালীন রক্তক্ষরণ অনেক কম হয় ফলে মা রক্তস্বল্পতার হাত থেকে রক্ষা পায়।[২২]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ