২০২১–২২ উয়েফা চ্যাম্পিয়নস লিগ

২০২১–২২ উয়েফা চ্যাম্পিয়নস লিগ হচ্ছে উয়েফা কর্তৃক আয়োজিত ইউরোপীয় দলগুলোর ফুটবল প্রতিযোগিতার ৬৭তম আসর এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নস ক্লাব হতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে নামে পরিবর্তন করার পর ৩০তম আসর।

২০২১–২২ উয়েফা চ্যাম্পিয়নস লিগ
ফ্রান্সর সাঁ-দ্যনির স্তাদ দ্য ফ্রান্সে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে
বিবরণ
তারিখবাছাইপর্ব:
২২ জুন – ২৫ আগস্ট ২০২১
চূড়ান্ত পর্ব:
১৪ সেপ্টেম্বর ২০২১ – ২৮ মে ২০২২
দলচূড়ান্ত পর্ব: ৩২
মোট: ৮০ (৫৪টি অ্যাসোসিয়েশন থেকে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়নস্পেন রিয়াল মাদ্রিদ (১৪তম শিরোপা)
রানার-আপইংল্যান্ড লিভারপুল
পরিসংখ্যান
ম্যাচ১২৪
গোল সংখ্যা৩৮০ (ম্যাচ প্রতি ৩.০৬টি)
দর্শক সংখ্যা৪৪,০২,২৫৫ (ম্যাচ প্রতি ৩৫,৫০২ জন)
শীর্ষ গোলদাতাফ্রান্স করিম বেনজেমা (১৫টি গোল)
সর্বশেষ হালনাগাদ: ২৯ মে ২০২২

এই আসরের ফাইনাল ফ্রান্সর সাঁ-দ্যনির স্তাদ দ্য ফ্রান্সে অনুষ্ঠিত হয়।[১] ফাইনালে রিয়াল মাদ্রিদ ১–০ গোলে লিভারপুলকে পরাজিত করে ১৪তম শিরোপা লাভ করে।[২] ২০২১–২২ উয়েফা চ্যাম্পিয়নস লিগের বিজয়ী দল ২০২২ উয়েফা সুপার কাপে ২০২১–২২ উয়েফা ইউরোপা লিগের বিজয়ী দলের বিরুদ্ধে খেলার যোগ্যতা অর্জন করবে। একই সাথে উভয় দল স্বয়ংক্রিয়ভাবে ২০২২–২৩ উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলার জন্য উত্তীর্ণ হবে।

দল বণ্টন

উয়েফার ৫৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৫৪টি রাষ্ট্রের সর্বমোট ৭৯টি দল ২০২১–২২ উয়েফা চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ করবে (শুধুমাত্র লিশটেনস্টাইন এর ব্যতিক্রম, কারণ তারা কোনো ঘরোয়া লিগ আয়োজন করে না)। উয়েফা দেশ গুণাঙ্ক নিয়ম অনুযায়ী উয়েফার অ্যাসোসিয়েশন র‍্যাঙ্কিং করা হয়, যার মাধ্যমে এই প্রতিযোগিতায় প্রত্যেক অ্যাসোসিয়েশন হতে কতটি দল অংশগ্রহণ করবে তা নির্ধারণ করা হবে:

  • অ্যাসোসিয়েশন ১–৪ হতে ৪টি করে দল খেলার যোগ্যতা অর্জন করবে।
  • অ্যাসোসিয়েশন ৫–৬ হতে ৩টি করে দল খেলার যোগ্যতা অর্জন করবে।
  • অ্যাসোসিয়েশন ৭–১৫ হতে ২টি করে দল খেলার যোগ্যতা অর্জন করবে।
  • অ্যাসোসিয়েশন ১৬–৫৫ (ব্যতিক্রম লিশটেনস্টাইন) হতে ১টি করে দল খেলার যোগ্যতা অর্জন করবে।
  • ২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ২০২০–২১ উয়েফা ইউরোপা লিগের বিজয়ীদের এই আসরে খেলার একটি অতিরিক্ত প্রবেশাধিকার রয়েছে, যার মাধ্যমে তারা যদি তাদের ঘরোয়া লিগের মাধ্যমে ২০২১–২২ উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন না করেও এই আসরে অংশগ্রহণ কতে পারবে।

অ্যাসোসিয়েশন র‍্যাঙ্কিং

২০২১–২২ উয়েফা চ্যাম্পিয়নস লিগের জন্য, ২০২০ সালের উয়েফা দেশ গুণাঙ্ক অনুযায়ী প্রত্যেক সদস্য রাষ্ট্র হতে কতটি দল খেলবে তা বরাদ্দ করা হয়েছে, যেটি ২০১৫–১৬ মৌসুম হতে ২০১৯–২০ মৌসুম পর্যন্ত ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের ফলাফলের ওপর ভিত্তি করে নির্ধারিত।[৩]

এই দেশ গুণাঙ্কের দল বরাদ্দ ছাড়াও, নিম্নে উল্লেখিত ক্ষেত্রে অ্যাসোসিয়েশন হতে অতিরিক্ত দলও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে:

  • (ইউসিএল) – ২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লিগ বিজয়ী দলের জন্য অতিরিক্ত স্থান।
  • (ইউইএল) – ২০২০–২১ উয়েফা ইউরোপা লিগ বিজয়ী দলের জন্য অতিরিক্ত স্থান।
২০২১–২২ উয়েফা চ্যাম্পিয়নস লিগের জন্য অ্যাসোসিয়েশন র‍্যাঙ্কিং
অব.অ্যাসোসিয়েশনগুণাঙ্কদলটীকা
 স্পেন১০২.২৮৩
 ইংল্যান্ড৯০.৪৬২
 জার্মানি৭৪.৭৮৪
 ইতালি৭০.৬৫৩
 ফ্রান্স৫৯.২৪৮
 পর্তুগাল৪৯.৪৪৯
 রাশিয়া৪৫.৫৪৯
 বেলজিয়াম৩৭.৯০০
 ইউক্রেন৩৬.১০০
১০  নেদারল্যান্ডস৩৫.৭৫০
১১  তুরস্ক৩৩.৬০০
১২  অস্ট্রিয়া৩২.৯২৫
১৩  ডেনমার্ক২৯.২৫০
১৪  স্কটল্যান্ড২৭.৮৭৫
১৫  চেক প্রজাতন্ত্র২৭.৩০০
১৬  সাইপ্রাস২৬.৭৫০
১৭   সুইজারল্যান্ড২৬.৪০০
১৮  গ্রিস২৬.৩০০
১৯  সার্বিয়া২৫.৫০০
অব.অ্যাসোসিয়েশনগুণাঙ্কদলটীকা
২০  ক্রোয়েশিয়া২৪.৮৭৫
২১  সুইডেন২২.৭৫০
২২  নরওয়ে২১.৭৫০
২৩  ইসরায়েল১৯.৬২৫
২৪  কাজাখস্তান১৯.২৫০
২৫  বেলারুশ১৮.৮৭৫
২৬  আজারবাইজান১৮.৭৫০
২৭  বুলগেরিয়া১৭.৩৭৫
২৮  রোমানিয়া১৬.৭০০
২৯  পোল্যান্ড১৬.৬২৫
৩০  স্লোভাকিয়া১৫.৮৭৫
৩১  লিশটেনস্টাইন১৩.৫০০
৩২  স্লোভেনিয়া১৩.০০০
৩৩  হাঙ্গেরি১২.৮৭৫
৩৪  লুক্সেমবুর্গ৮.০০০
৩৫  লিথুয়ানিয়া৭.৮৭৫
৩৬  আর্মেনিয়া৭.৬২৫
৩৭  লাতভিয়া৭.৬২৫
অব.অ্যাসোসিয়েশনগুণাঙ্কদলটীকা
৩৮  আলবেনিয়া৭.৩৭৫
৩৯  উত্তর মেসিডোনিয়া৭.৩৭৫
৪০  বসনিয়া ও হার্জেগোভিনা৬.৮৭৫
৪১  মলদোভা৬.৭৫০
৪২  আয়ারল্যান্ড৬.৭০০
৪৩  ফিনল্যান্ড৬.৫০০
৪৪  জর্জিয়া৫.৭৫০
৪৫  মাল্টা৫.৭৫০
৪৬  আইসল্যান্ড৫.৩৭৫
৪৭  ওয়েলস৫.০০০
৪৮  উত্তর আয়ারল্যান্ড৪.৮৭৫
৪৯  জিব্রাল্টার৪.৭৫০
৫০  মন্টিনিগ্রো৪.৩৭৫
৫১  এস্তোনিয়া৪.৩৭৫
৫২  কসোভো৪.০০০
৫৩  ফ্যারো দ্বীপপুঞ্জ৩.৭৫০
৫৪  অ্যান্ডোরা২.৮৩১
৫৫  সান মারিনো০.৬৬৬

দল

নিম্নে উল্লেখিত ছকে বন্ধনীগুলো প্রতিটি দল কীভাবে এই আসরে প্রবেশ করেছে তা নির্দেশ করে:

  • চ্যা: চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন
  • ইউ: ইউরোপা লিগ চ্যাম্পিয়ন
  • ১ম, ২য়, ৩য়, ৪র্থ: পূর্ববর্তী মৌসুম শেষে লিগের পয়েন্ট তালিকায় অবস্থান
  • পরিত্যক্ত-: ইউরোপে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে জাতীয় অ্যাসোসিয়েশন দ্বারা পরিত্যক্ত মৌসুম শেষে লিগের পয়েন্ট তালিকায় অবস্থান; করোনাভাইরাসের মহামারীর প্রতিক্রিয়া হিসেবে ইউরোপীয় প্রতিযোগিতায় সকল দলের অংশগ্রহণে নির্দেশিকা অনুসারে উয়েফার অনুমোদন প্রয়োজন।[৪]
২০২১–২২ উয়েফা চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ দল (পর্ব অনুসারে)
গ্রুপ পর্ব
চেলসিচ্যা (৪র্থ) ম্যানচেস্টার ইউনাইটেড (২য়) এসি মিলান (২য়) জিনিত সেন্ট পিটার্সবার্গ (১ম)
ভিয়ারিয়ালইউ (৭ম) লিভারপুল (৩য়) আতালান্তা (৩য়) ক্লাব ব্রুজ (১ম)
আতলেতিকো মাদ্রিদ (১ম) বায়ার্ন মিউনিখ (১ম) ইয়ুভেন্তুস (৪র্থ) দিনামো কিয়েভ (১ম)
রিয়াল মাদ্রিদ (২য়) আরবি লাইপৎসিশ (২য়) লিল (১ম) আয়াক্স (১ম)
বার্সেলোনা (৩য়) বরুসিয়া ডর্টমুন্ড (৩য়) পারি সাঁ-জেরমাঁ (২য়) ইস্তাম্বুল বাশাকশেহির (১ম)
সেভিয়া (৪র্থ) ভলফসবুর্গ (৪র্থ) স্পোর্টিং সিপি (১ম)
ম্যানচেস্টার সিটি (১ম) ইন্টার মিলান (১ম) পোর্তু (২য়)
প্লে-অফ পর্ব
রেড বুল জালৎসবুর্গ (১ম) প্রোয়েনপি (১ম)
তৃতীয় বাছাইপর্ব
চ্যাম্পিয়ন পথলিগ পথ
র‍েঞ্জার্স (১ম) স্লাভিয়া প্রাহা (১ম) মোনাকো (৩য়) খেন্ট (২য়)
বেনফিকা (২য়) শাখতার দোনেৎস্ক (২য়)
স্পার্তাক মস্কো (২য়)
দ্বিতীয় বাছাইপর্ব
চ্যাম্পিয়নস পথলিগ পথ
ওমোনিয়া (১ম) অলিম্পিয়াকোস (১ম) এইন্থোভেন (২য়) মিচিল্যান (২য়)
ইয়াং বয়েজ (১ম) রেড স্টার বেলগ্রেড (১ম) গালাতাসারায় (২য়) সেল্টিক (১ম)
রাপিড ভিয়েনা (২য়) স্পার্তা প্রাহা (২য়)
প্রথম বাছাইপর্ব
দিনামো জাগরেব (১ম) ক্লুজ (১ম) রিগা (১ম) হিবেরনিয়ান্স (পরিত্যক্ত-২য়)
মালমো (১ম) লেগিয়া ওয়ারশ (১ম) তেউতা দুরেস (১ম) ভালুর (পরিত্যক্ত-১ম)
বুদো গ্লিমত (১ম) স্লোভান ব্রাতিস্লাভ (১ম) স্কেন্দিয়া (১ম) কোনাহ'স কায় (১ম)
ম্যাকাবি তেল আবিব (১ম) মুরা (১ম) বোরাৎস বানিয়া লুকা (১ম) লিনফিল্ড (১ম)
আস্তানা (১ম) ফেরেন্তসভারোস (১ম) শেরিফ তিরাস্পোল (১ম) লিঙ্কন রেড ইম্পস (১ম)
শাখতিয়র সলিগরস্ক (১ম) ফোলা এশ (১ম) শামরক রোভার্স (১ম) বুদুচনোস্ত (১ম)
নেফতচি (১ম) জালগিরিস (১ম) হেলসিঙ্কি (১ম) ফ্লোরা (১ম)
লুদোগোরেতস রাজগ্রাদ (১ম) আলাশকের্ত (১ম) দিনামো তিবি‌লিসি (১ম)
প্রাথমিক পর্ব
দ্রিতা (১ম) হাভনার বোলতফেলাগ (১ম) ইন্টার ক্লাব দেস্কালদেস (১ম) ফোলগোরে (১ম)

গ্রুপ পর্ব

গ্রুপ এ

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন MCI PAR RBL BRU
ম্যানচেস্টার সিটি১৮১০+৮১২নকআউট পর্বে উত্তীর্ণ২–১৬–৩৪–১
প্যারিস সাঁ-জারমাঁ১৩+৫১১২–০৩–২৪–১
আরবি লিপজিগ১৫১৪+১ইউরোপা লিগে স্থানান্তরিত২–১২–২১–২
ক্লাব ব্রুজ২০−১৪১–৫১–১০–৫

গ্রুপ বি

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন LIV ATM POR MIL
লিভারপুল১৭+১১১৮নকআউট পর্বে উত্তীর্ণ২–০২–০৩–২
অ্যাটলেটিকো মাদ্রিদ−১২–৩০–০০–১
পোর্তো১১−৭ ইউরোপা লিগে স্থানান্তরিত১–৫১–৩১–০
মিলান−৩১–২১–২১–১

গ্রুপ সি

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন AJX SPO DOR BES
আয়াক্স২০+১৫১৮নকআউট পর্বে উত্তীর্ণ৪–২৪–০২–০
স্পোর্টিং সিপি১৪১২+২[ক]১–৫৩–১৪–০
বরুসিয়া ডর্টমুন্ড১০১১−১[ক]ইউরোপা লিগে স্থানান্তরিত১–৩১–০৫–০
বেশিকতাশ১৯−১৬১–২১–৪১–২

গ্রুপ ডি

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন RMA INT SHE SHK
রিয়াল মাদ্রিদ১৪+১১১৫নকআউট পর্বে উত্তীর্ণ২–০১–২২–১
ইন্টার মিলান+৩১০০–১৩–১২–০
শেরিফ তিরাস্পোল১১−৪ ইউরোপা লিগে স্থানান্তরিত০–৩১–৩২–০
শাখতার দোনেৎস্ক১২−১০০–৫০–০১–১

গ্রুপ ই

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন BAY BEN BAR DKV
বায়ার্ন মিউনিখ২২+১৯১৮নকআউট পর্বে উত্তীর্ণ৫–২৩–০৫–০
বেনফিকা−২০–৪৩–০২–০
বার্সেলোনা−৭ ইউরোপা লিগে স্থানান্তরিত০–৩০–০১–০
ডায়নামো কিয়েভ১১−১০১–২০–০০–১

গ্রুপ এফ

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন MUN VIL ATA YB
ম্যানচেস্টার ইউনাইটেড১১+৩১১নকআউট পর্বে উত্তীর্ণ২–১৩–২১–১
ভিলারিয়াল১২+৩১০০–২২–২২–০
আতালান্তা১২১৩−১ ইউরোপা লিগে স্থানান্তরিত২–২২–৩১–০
ইয়ং বয়েজ১২−৫২–১১–৪৩–৩

গ্রুপ জি

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন LOSC SAL SEV WOL
লিল+৩১১নকআউট পর্বে উত্তীর্ণ১–০০–০০–০
রেড বুল স্ল্যাজবার্গ+২১০২–১১–০৩–১
সেভিলা ইউরোপা লিগে স্থানান্তরিত১–২১–১২–০
উলভসবার্গ১০−৫১–৩২–১১–১

গ্রুপ এইচ

অবদলম্যাচজয়ড্রহারস্বগোবিগোগোপাপয়েন্টযোগ্যতা অর্জন JUV CHE ZEN MAL
ইয়ুভেন্তুস১০+৪১৫নকআউট পর্বে উত্তীর্ণ১–০৪–২১–০
চেলসি১৩+৯১৩৪–০১–০৪–০
জেনিত সেন্ট পিটার্সবার্গ১০১০ ইউরোপা লিগে স্থানান্তরিত০–১৩–৩৪–০
মালমো১৪−১৩০–৩০–১১–১

নকআউট পর্ব

১৬ দলের পর্ব

দল ১সমষ্টিদল ২১ম লেগ২য় লেগ
রেড বুল স্ল্যাজবার্গ ২–৮ বায়ার্ন মিউনিখ১–১১–৭
স্পোর্টিং সিপি ০–৫ ম্যানচেস্টার সিটি০–৫০–০
বেনফিকা ৩–২ আয়াক্স২–২১–০
চেলসি ৪–১ লিল২–০২–১
অ্যাটলেটিকো মাদ্রিদ ২–১ ম্যানচেস্টার ইউনাইটেড১–১১–০
ভিলারিয়াল ৪–১ ইয়ুভেন্তুস১–১৩–০
ইন্টার মিলান ১–২ লিভারপুল০–২১–০
প্যারিস সাঁ-জারমাঁ ২–৩ রিয়াল মাদ্রিদ১–০১–৩

কোয়ার্টার-ফাইনাল

দল ১সমষ্টিদল ২১ম লেগ২য় লেগ
চেলসি ৪–৫ রিয়াল মাদ্রিদ১–৩৩–২ (অ.স.প.)
ম্যানচেস্টার সিটি ১–০ অ্যাটলেটিকো মাদ্রিদ১–০০–০
ভিলারিয়াল ২–১ বায়ার্ন মিউনিখ১–০১–১
বেনফিকা ৪–৬ লিভারপুল১–৩৩–৩

সেমি-ফাইনাল

দল ১সমষ্টিদল ২১ম লেগ২য় লেগ
ম্যানচেস্টার সিটি ৫–৬ রিয়াল মাদ্রিদ৪–৩১–৩ (অ.স.প.)
লিভারপুল ৫–২ ভিলারিয়াল২–০৩–২

ফাইনাল

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ