জাতিসংঘ সাধারণ পরিষদ

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইংরেজি: United Nations General Assembly (UNGA/GA)) জাতিসংঘের প্রধান ৬টি শাখার মধ্যে অন্যতম। বৈশ্বিকভাবে এটি সাধারণ পরিষদ নামে পরিচিত। এটিই একমাত্র পরিষদ যেখান জাতিসংঘের সদস্যভূক্ত সকল রাষ্ট্র সমমর্যাদা ও প্রতিনিধিত্বের অধিকারী হিসেবে অবস্থান করে।


জাতিসংঘ সাধারণ পরিষদ
United Nations General Assembly(ইংরেজি)
الجمعية العامة للأمم المتحدة (আরবি)
联合国大会 (চীনা)
Assemblée générale des Nations unies (ফরাসি)
Генера́льная Ассамбле́я ООН (রুশ)
Asamblea General de las Naciones Unidas (স্পেনীয়)
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রধান কার্যালয়
সংস্থার ধরনপ্রধান অঙ্গ
সংক্ষিপ্ত নাম
  • GA
  • UNGA
  • AG
প্রধানসভাপতি: ভোলকান বোজকার(তুরস্ত)
মর্যাদাসক্রিয়
প্রতিষ্ঠাকাল১৯৪৫
ওয়েবসাইটwww.un.org/ga
মাতৃ সংস্থাজাতিসংঘ

ইতিহাস

ওয়েস্টমিনস্টার সেন্ট্রাল হল, লন্ডন, ১৯৪৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম সভার স্থল।[১]

সাধারণ পরিষদ নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে অবস্থিত। ১৯৮৮ সালের ডিসেম্বরে, ইয়াসির আরাফাতের শুনানির জন্য সুইজারল্যান্ডের জেনেভা নেশনস প্রাসাদে সাধারণ পরিষদ তাদের ২৯তম অধিবেশনের আয়োজন করে।[২]

বিষয়বস্তু

জাতিসংঘ সনদের ৯নং অনুচ্ছেদ থেকে ২২নং অনুচ্ছেদে বর্ণিত বিষয়াবলীর আলোকে সাধারণ পরিষদের গঠন, ক্ষমতা, কার্যাবলী ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে।

জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র নিয়ে সাধারণ পরিষদ গঠিত হয়েছে। প্রতিটি রাষ্ট্রই ৫ জন স্থায়ী কিম্বা অস্থায়ী প্রতিনিধি সভায় প্রেরণ করতে পারে। কিন্তু সদস্য দেশগুলোর প্রত্যেকেই সভায় উত্থাপিত কোন বিষয়ের উপর কেবল একটিমাত্র ভোট প্রয়োগ করতে পারে।

সাধারণ পরিষদ জাতিসংঘের বার্ষিক আয়-ব্যয় বা বাজেট অনুমোদন করে। এছাড়াও, প্রতিটি সদস্য রাষ্ট্র জাতিসংঘ পরিচালনার জন্য কতটুকু অর্থ প্রদান করবে তারও সিদ্ধান্ত গ্রহণ করে।

অধিবেশন

প্রতি বৎসর সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন বসে। সাধারণতঃ ডিসেম্বর মাসের ১ম সপ্তাহ পর্যন্ত এ অধিবেশন স্থায়ী হয়। প্রয়োজনবোধে একাধিকবারও অধিবেশন বসতে পারে।

প্রত্যেক অধিবেশনের শুরুতে অধিকাংশ সদস্যের ভোটে একজন সভাপতি বার্ষিকভিত্তিতে নিযুক্ত হন। অতঃপর তার মাধ্যমেই সভার কর্মসূচী গ্রহণ ও পরবর্তী কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। অধিকাংশ সদস্য রাষ্ট্রের ভোটে যে-কোনরূপ সিদ্ধান্ত গৃহীত হয়।

কার্যাবলী

সাধারণ পরিষদ জাতিসংঘের গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে নিচের কাজগুলো সম্পাদন করে থাকে।[৩]

  • জাতিসংঘের সাধারণ পরিষদ বিতর্ক সভা হিসেবে বিশ্ব মতামত প্রকাশ করতে পারে। জাতিসংঘ সনদের ১০নং অনুচ্ছেদে বলা হয়েছে - সাধারণ পরিষদ জাতিসংঘের সনদের অন্তর্ভুক্ত যে-কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারে। পরবর্তীতে বিভিন্ন শাখায় সুপারিশ প্রেরণ করতে পারে।
  • বিশ্বশান্তি এবং নিরাপত্তা রক্ষা করাও সাধারণ পরিষদের কাজ। তাই যে-কোন রাষ্ট্র বা সদস্য রাষ্ট্র কর্তৃক শান্তিনিরাপত্তা সংক্রান্ত যে-কোন বিষয় সাধারণ পরিষদে প্রেরণ করা যায়। প্রেরিত বিষয়(গুলো) পরিষদ কর্তৃক পর্যালোচনা করার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেরণ করা হয়।
  • আন্তর্জাতিক আইন প্রণয়ন করতে পারে সাধারণ পরিষদ। এমনকি বিভিন্ন রাষ্ট্রের আচার-আচরণ অনুসন্ধান ও পর্যালোচনার মাধ্যমে আন্তর্জাতিক আইনের প্রসার ঘটাতে পারে।
  • এ পরিষদ বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা করে। তাই যে কোন রাষ্ট্র বা সদস্য রাষ্ট্র কর্তৃক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত যে-কোন বিষয় সাধারণ পরিষদে প্রেরণ করা যায়। উক্ত বিষয়ে সাধারণ পরিষদে পর্যালোচনা করার পর নিরাপত্তা পরিষদে প্রেরণ করে।
  • জাতিসংঘের অন্যান্য শাখার কার্য্যের অনুসন্ধান ও নিয়ন্ত্রণ করে। অন্যান্য শাখাগুলো সাধারণ পরিষদের নিকট বার্ষিক প্রতিবেদন প্রদান করে। সাধারণ পরিষদ উক্ত প্রতিবেদন পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করে।
  • নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে যে-কোন রাষ্ট্রকে নতুন সদস্যরূপে গ্রহণ করতে পারে। পাশাপাশি পুরাতন যে-কোন সদস্য রাষ্ট্রকে সাময়িক কিংবা স্থায়ীভাবে বহিষ্কার করতে পারে।
  • পরিষদটি কিছু কিছু অর্থ সংক্রান্ত বিষয়ে কাজ করে। জাতিসংঘের বাজেট পাস করা এর অন্যতম কাজ। এছাড়াও, সংস্থার বাজেট পরীক্ষা-নিরীক্ষাসহ অনুমোদন করে। পাশাপাশি সদস্যভূক্ত রাষ্ট্রসমূহের বার্ষিক চাঁদার পরিমাণ স্থির করে।
  • নির্বাচন সংক্রান্ত কর্মকাণ্ড সম্পাদন করাও প্রধান কার্যসমূহের একটি। জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জন্য ১০জন অস্থায়ী সদস্য, আন্তর্জাতিক আদালতের বিচারক, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য এবং অছি পরিষদের কতিপয় সদস্য নির্বাচন করা এর অন্যতম দায়িত্ব।
  • বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে সাধারণ পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে ছিন্ন হলে সংস্থাটি শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে মীমাংসার চেষ্টা করে।

সভাপতি

বার্ষিকভিত্তিতে সভার কার্য পরিচালনার জন্য সংখ্যাগরিষ্ঠ ভোটে সদস্যভূক্ত রাষ্ট্রের একজন প্রতিনিধিকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। ২০১২ সাল থেকে এক বছরের জন্য সভাপতি হিসেবে সার্বিয়ার ভাক জেরেমিক এবং উপ-সভাপতি হিসেবে তুরস্কের ইরতুগ্রুল আপাকান নির্বাচিত হয়েছেন।

অধিবেশন নংসালসভাপতির নাম[৪]জাতিসংঘ সদস্য রাষ্ট্রঅঞ্চল
৬৭তম২০১২ভাক জেরেমিক[৫]  সার্বিয়াপূর্ব ইউরোপ
৬৬তম২০১১নাসির আব্দুলআজিজ আল-নাসের[৬]  কাতারএশিয়া
৬৫তম২০১০জোসেফ দিজ   সুইজারল্যান্ডপশ্চিম ইউরোপ ও অন্যান্য গ্রুপ
৬৪তম২০০৯আলী আব্দুসসালাম ত্রিকি  লিবিয়াআফ্রিকা

সদস্য দেশ

দেশের নামসদস্যপদ লাভের তারিখটীকা
 আফগানিস্তান১৯ নভেম্বর ১৯৪৬
 আলবেনিয়া১৪ ডিসেম্বর ১৯৫৫
 আলজেরিয়া৮ অক্টোবর ১৯৬২
 অ্যান্ডোরা২৮ জুলাই ১৯৯৩
 অ্যাঙ্গোলা১ ডিসেম্বর ১৯৭৬
 এন্টিগুয়া ও বারবুডা১১ নভেম্বর ১৯৮১
 আর্জেন্টিনা২৪ অক্টোবর ১৯৪৫
 আর্মেনিয়া২ মার্চ ১৯৯২দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি
 অস্ট্রেলিয়া১ নভেম্বর ১৯৪৫
 অস্ট্রিয়া১৪ ডিসেম্বর ১৯৫৫
 আজারবাইজান২ মার্চ ১৯৯২দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি
টেমপ্লেট:দেশের উপাত্ত বাহামা১৮ সেপ্টেম্বর ১৯৭৩
 বাহরাইন২১ সেপ্টেম্বর ১৯৭১
 বাংলাদেশ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
 বার্বাডোস৯ ডিসেম্বর ১৯৬৬
 বেলারুশ[৭]২৪ অক্টোবর ১৯৪৫দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি
 বেলজিয়াম২৭ ডিসেম্বর ১৯৪৫
 বেলিজ২৫ সেপ্টেম্বর ১৯৮১
 বেনিন[৮]২০ সেপ্টেম্বর ১৯৬০
 ভুটান২১ সেপ্টেম্বর ১৯৭১
 বলিভিয়া১৪ নভেম্বর ১৯৪৫
 বসনিয়া ও হার্জেগোভিনা২২ মে ১৯৯২দেখুন: সাবেক ইয়োগোস্লাভিয়া রাজ্যগুলি
 বতসোয়ানা১৭ অক্টোবর ১৯৬৬
 ব্রাজিল২৪ অক্টোবর ১৯৪৫
 ব্রুনাই[৯]২১ সেপ্টেম্বর ১৯৮৪
 বুলগেরিয়া১৪ ডিসেম্বর ১৯৫৫
 বুর্কিনা ফাসো[১০]২০ সেপ্টেম্বর ১৯৬০
 বুরুন্ডি১৮ সেপ্টেম্বর ১৯৬২
 কম্বোডিয়া১৪ ডিসেম্বর ১৯৫৫
 ক্যামেরুন[১১]২০ সেপ্টেম্বর ১৯৬০
 কানাডা৯ নভেম্বর ১৯৪৫
 কেপ ভার্দ১৬ সেপ্টেম্বর ১৯৭৫
টেমপ্লেট:দেশের উপাত্ত সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক২০ সেপ্টেম্বর ১৯৬০
 চাদ২০ সেপ্টেম্বর ১৯৬০
 চিলি২৪ অক্টোবর ১৯৪৫
 চীন২৪ অক্টোবর ১৯৪৫দেখুন: Seat of China
 কলম্বিয়া৫ নভেম্বর ১৯৪৫
 কোমোরোস১২ নভেম্বর ১৯৭৫
টেমপ্লেট:দেশের উপাত্ত গনতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র[১২]২০ সেপ্টেম্বর ১৯৬০
 কঙ্গো প্রজাতন্ত্র[১৩]২০ সেপ্টেম্বর ১৯৬০
 কোস্টা রিকা২ নভেম্বর ১৯৪৫
 আইভরি কোস্ট[১৪]২০ সেপ্টেম্বর ১৯৬০
 ক্রোয়েশিয়া২২ মে ১৯৯২দেখুন: সাবেক ইয়োগোস্লাভিয়া রাজ্যগুলি
 কিউবা২৪ অক্টোবর ১৯৪৫
 সাইপ্রাস২০ সেপ্টেম্বর ১৯৬০
 চেক প্রজাতন্ত্র১৯ জানুয়ারি ১৯৯৩দেখুন: সাবেক চেকোস্লোভাকিয়া রাজ্যগুলি
 ডেনমার্ক২৪ অক্টোবর ১৯৪৫
 জিবুতি২০ সেপ্টেম্বর ১৯৭৭
 ডোমিনিকা১৮ ডিসেম্বর ১৯৭৮
 ডোমিনিকান প্রজাতন্ত্র২৪ অক্টোবর ১৯৪৫
 ইকুয়েডর২১ ডিসেম্বর ১৯৪৫
 মিশর২৪ অক্টোবর ১৯৪৫দেখুন: সাবেক ইউনাইটেড আরব রিপাবলিকের রাজ্যগুলি
টেমপ্লেট:দেশের উপাত্ত এল সালভাদর২৪ অক্টোবর ১৯৪৫
টেমপ্লেট:দেশের উপাত্ত ইকুয়েটোরিয়াল গিনি১২ নভেম্বর ১৯৬৮
 ইরিত্রিয়া২৮ মে ১৯৯৩
 ইস্তোনিয়া১৭ সেপ্টেম্বর ১৯৯১দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি
 ইথিওপিয়া১৩ নভেম্বর ১৯৪৫
 ফিজি১৩ অক্টোবর ১৯৭০
 ফিনল্যান্ড১৪ ডিসেম্বর ১৯৫৫
 ফ্রান্স২৪ অক্টোবর ১৯৪৫
 গ্যাবন২০ সেপ্টেম্বর ১৯৬০
 গাম্বিয়া২১ সেপ্টেম্বর ১৯৬৫
 জর্জিয়া৩১ জুলাই ১৯৯২দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি
 জার্মানি১৮ সেপ্টেম্বর ১৯৭৩দেখুন: প্রাক্তন জার্মান দেশ দুটি- পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি
 ঘানা৮ মার্চ ১৯৫৭
 গ্রীস২৫ অক্টোবর ১৯৪৫
 গ্রানাডা১৭ সেপ্টেম্বর ১৯৭৪
 গুয়াতেমালা২১ নভেম্বর ১৯৪৫
 গিনি১২ ডিসেম্বর ১৯৫৮
 গিনি-বিসাউ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
 গায়ানা২০ সেপ্টেম্বর ১৯৬৬
 হাইতি২৪ অক্টোবর ১৯৪৫
 হন্ডুরাস১৭ ডিসেম্বর ১৯৪৫
 হাঙ্গেরি১৪ ডিসেম্বর ১৯৫৫
 আইসল্যান্ড১৯ নভেম্বর ১৯৪৬
 ভারত৩০ অক্টোবর ১৯৪৫
 ইন্দোনেশিয়া[১৫]২৮ সেপ্টেম্বর ১৯৫০
 ইরান[১৬]২৪ অক্টোবর ১৯৪৫
 ইরাক২১ ডিসেম্বর ১৯৪৫
 আয়ারল্যান্ড১৪ ডিসেম্বর ১৯৫৫
 ইসরায়েল১১ মে ১৯৪৯
 ইতালি১৪ ডিসেম্বর ১৯৫৫
 জামাইকা১৮ সেপ্টেম্বর ১৯৬২
 জাপান১৮ ডিসেম্বর ১৯৫৬
 জর্দান১৪ ডিসেম্বর ১৯৫৫
 কাজাখস্তান২ মার্চ ১৯৯২দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি
 কেনিয়া১৬ ডিসেম্বর ১৯৬৩
 কিরিবাস১৪ সেপ্টেম্বর ১৯৯৯
টেমপ্লেট:দেশের উপাত্ত গণপ্রজাতন্ত্রী কোরিয়া১৭ সেপ্টেম্বর ১৯৯১
 প্রজাতন্ত্রী কোরিয়া১৭ সেপ্টেম্বর ১৯৯১
 কুয়েত১৪ মে ১৯৬৩
 কিরগিজিস্তান২ মার্চ ১৯৯২দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি
 লাওস[১৭]১৪ ডিসেম্বর ১৯৫৫
 লাতভিয়া১৭ সেপ্টেম্বর ১৯৯১দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি
 লেবানন২৪ অক্টোবর ১৯৪৫
 লেসোথো১৭ অক্টোবর ১৯৬৬
 লাইবেরিয়া২ নভেম্বর ১৯৪৫
 লিবিয়া[১৮]১৪ ডিসেম্বর ১৯৫৫
 লিশ্‌টেনশ্‌টাইন১৮ সেপ্টেম্বর ১৯৯০
 লিথুয়ানিয়া১৭ সেপ্টেম্বর ১৯৯১দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি
 লুক্সেমবুর্গ২৪ অক্টোবর ১৯৪৫
টেমপ্লেট:দেশের উপাত্ত প্রজাতন্ত্রী মেসিডোনিয়া[১৯]৮ এপ্রিল ১৯৯৩দেখুন: সাবেক ইয়োগোস্লাভিয়া রাজ্যগুলি
 মাদাগাস্কার২০ সেপ্টেম্বর ১৯৬০
টেমপ্লেট:দেশের উপাত্ত মালাউয়ি১ ডিসেম্বর ১৯৬৪
 মালয়েশিয়া[২০]১৭ সেপ্টেম্বর ১৯৫৭
 মালদ্বীপ২১ সেপ্টেম্বর ১৯৬৫
 মালি২৮ সেপ্টেম্বর ১৯৬০
 মাল্টা১ ডিসেম্বর ১৯৬৪
 মার্শাল দ্বীপপুঞ্জ১৭ সেপ্টেম্বর ১৯৯১
 মৌরিতানিয়া২৭ অক্টোবর ১৯৬১
 মরিশাস২৪ এপ্রিল ১৯৬৮
 মেক্সিকো৭ নভেম্বর ১৯৪৫
 মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য[২১]১৭ সেপ্টেম্বর ১৯৯১
টেমপ্লেট:দেশের উপাত্ত মোলদোভা২ মার্চ ১৯৯২দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি
 মোনাকো২৮ মে ১৯৯৩
 মঙ্গোলিয়া২৭ অক্টোবর ১৯৬১
 মন্টিনিগ্রো২৮ জুন ২০০৬দেখুন: সাবেক ইয়োগোস্লাভিয়া রাজ্যগুলি
 মরক্কো১২ নভেম্বর ১৯৫৬
 মোজাম্বিক১৬ সেপ্টেম্বর ১৯৭৫
 মায়ানমার[২২]১৯ এপ্রিল ১৯৪৮
 নামিবিয়া২৩ এপ্রিল ১৯৯০
 নাউরু১৪ সেপ্টেম্বর ১৯৯৯
   নেপাল১৪ ডিসেম্বর ১৯৫৫
 নেদারল্যান্ড্‌স১০ ডিসেম্বর ১৯৪৫
 নিউজিল্যান্ড২৪ অক্টোবর ১৯৪৫
 নিকারাগুয়া২৪ অক্টোবর ১৯৪৫
 নাইজার২০ সেপ্টেম্বর ১৯৬০
 নাইজেরিয়া৭ অক্টোবর ১৯৬০
 নরওয়ে২৭ নভেম্বর ১৯৪৫
 ওমান৭ অক্টোবর ১৯৭১
 পাকিস্তান৩০ সেপ্টেম্বর ১৯৪৭
 পালাউ১৫ ডিসেম্বর ১৯৯৪
 পানামা১৩ নভেম্বর ১৯৪৫
 পাপুয়া নিউ গিনি১০ অক্টোবর ১৯৭৫
 প্যারাগুয়ে২৪ অক্টোবর ১৯৪৫
 পেরু৩১ অক্টোবর ১৯৪৫
 ফিলিপাইন[২৩]২৪ অক্টোবর ১৯৪৫
 পোল্যান্ড২৪ অক্টোবর ১৯৪৫
 পর্তুগাল১৪ ডিসেম্বর ১৯৫৫
 কাতার২১ সেপ্টেম্বর ১৯৭১
 রোমানিয়া১৪ ডিসেম্বর ১৯৫৫
 রাশিয়া[২৪]২৪ অক্টোবর ১৯৪৫দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি
 রুয়ান্ডা১৮ সেপ্টেম্বর ১৯৬২
 সেন্ট কিট্‌স ও নেভিস২৩ সেপ্টেম্বর ১৯৮৩
 সেন্ট লুসিয়া১৮ সেপ্টেম্বর ১৯৭৯
টেমপ্লেট:দেশের উপাত্ত সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন১৬ সেপ্টেম্বর ১৯৮০
 সামোয়া[২৫]১৫ ডিসেম্বর ১৯৭৬
 সান মারিনো২ মার্চ ১৯৯২
টেমপ্লেট:দেশের উপাত্ত সাও টোমে ও প্রিন্সিপ১৬ সেপ্টেম্বর ১৯৭৫
 সৌদি আরব২৪ অক্টোবর ১৯৪৫
 সেনেগাল২৮ সেপ্টেম্বর ১৯৬০
 সার্বিয়া১ নভেম্বর ২০০০দেখুন: সাবেক ইয়োগোস্লাভিয়া রাজ্যগুলি
টেমপ্লেট:দেশের উপাত্ত সিশেলেস২১ সেপ্টেম্বর ১৯৭৬
 সিয়েরা লিওন২৭ সেপ্টেম্বর ১৯৬১
 সিঙ্গাপুর২১ সেপ্টেম্বর ১৯৬৫
 স্লোভাকিয়া১৯ জানুয়ারি ১৯৯৩দেখুন: সাবেক চেকোস্লোভাকিয়া রাজ্যগুলি
 স্লোভেনিয়া২২ মে ১৯৯২দেখুন: সাবেক ইয়োগোস্লাভিয়া রাজ্যগুলি
 সলোমন দ্বীপপুঞ্জ১৯ সেপ্টেম্বর ১৯৭৮
 সোমালিয়া২০ সেপ্টেম্বর ১৯৬০
 দক্ষিণ আফ্রিকা[২৬]৭ নভেম্বর ১৯৪৫
 স্পেন১৪ ডিসেম্বর ১৯৫৫
 শ্রীলঙ্কা[২৭]১৪ ডিসেম্বর ১৯৫৫
 সুদান১২ নভেম্বর ১৯৫৬
 সুরিনাম৪ ডিসেম্বর ১৯৭৫
 সোয়াজিল্যান্ড২৪ সেপ্টেম্বর ১৯৬৮
 সুইডেন১৯ নভেম্বর ১৯৪৬
  সুইজারল্যান্ড১০ সেপ্টেম্বর ২০০২
 সিরিয়া[২৮]২৪ অক্টোবর ১৯৪৫দেখুন: সাবেক ইউনাইটেড আরব রিপাবলিকের রাজ্যগুলি
 তাজিকিস্তান২ মার্চ ১৯৯২দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি
টেমপ্লেট:দেশের উপাত্ত তাঞ্জানিয়া[২৯]১৪ ডিসেম্বর ১৯৬১দেখুন: প্রাক্তন ট্যাঙ্গানিকা জানজিবার রাজ্যগুলি
 থাইল্যান্ড[৩০]১৬ ডিসেম্বর ১৯৪৬
 পূর্ব টিমোর২৭ সেপ্টেম্বর ২০০২
 টোগো২০ সেপ্টেম্বর ১৯৬০
 টোঙ্গা১৪ সেপ্টেম্বর ১৯৯৯
 ত্রিনিদাদ ও টোবাগো১৮ সেপ্টেম্বর ১৯৬২
 তিউনিসিয়া১২ নভেম্বর ১৯৫৬
 তুরস্ক২৪ অক্টোবর ১৯৪৫
 তুর্কমেনিস্তান২ মার্চ ১৯৯২দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি
 টুভালু৫ সেপ্টেম্বর ২০০০
 উগান্ডা২৫ অক্টোবর ১৯৬২
 ইউক্রেন[৩১]২৪ অক্টোবর ১৯৪৫দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি
 সংযুক্ত আরব আমিরাত৯ ডিসেম্বর ১৯৭১
 যুক্তরাজ্য[৩২]২৪ অক্টোবর ১৯৪৫
 যুক্তরাষ্ট্র[৩৩]২৪ অক্টোবর ১৯৪৫
 উরুগুয়ে১৮ ডিসেম্বর ১৯৪৫
 উজবেকিস্তান২ মার্চ ১৯৯২দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি
 ভানুয়াতু১৫ সেপ্টেম্বর ১৯৮১
 ভেনেজুয়েলা[৩৪]১৫ নভেম্বর ১৯৪৫
 ভিয়েতনাম[৩৫]২০ সেপ্টেম্বর ১৯৭৭
 ইয়েমেন৩০ সেপ্টেম্বর ১৯৪৭দেখুন: প্রাক্তন উত্তর ইয়েমেন ও দক্ষিণ ইয়েমেন রাজ্যগুলি
 জাম্বিয়া১ ডিসেম্বর ১৯৬৪
 জিম্বাবুয়ে২৫ আগস্ট ১৯৮০

      চিহ্নিত করা হচ্ছে: মূল সদস্যগুলি কে

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:Permanent Representatives to the United Nations

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ