পশতুন জাতি

দক্ষিণ ও মধ্য এশিয়ার (পাকিস্তান ও আফগানিস্তানের) স্থানীয় পূর্ব-ইরানীয় নৃগোষ্ঠী

পশতুন জাতি (পশতু: پښتانه; আ-ধ্ব-ব:[Pəx̌tānə́]) বা পশতু জাতি একটি ইরানীয় নৃগোষ্ঠী[২৩][২৪][২৫][২৬] যাদের মাতৃভূমি মধ্য এশিয়াদক্ষিণ এশিয়াতে অবস্থিত।[২৭] এই নৃগোষ্ঠীটির মাতৃভাষাটি হল পশতু ভাষা, যা একটি পূর্ব ইরানীয় ভাষা। এছাড়া আফগানিস্তানের নৃগোষ্ঠীগত পশতুনেরা ফার্সি ভাষার একটি উপভাষা দারি ভাষাটিকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করে।[২৮][২৯][৩০] অন্যদিকে ভারতীয় উপমহাদেশ তথা দক্ষিণ এশিয়াতে বসবাসকারী পশতুন জাতির লোকেরা হিন্দি-উর্দু ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করে।[৩১][৩২] তবে পশতুনদের একটি তাৎপর্যমূলক সংখ্যক অংশ প্রথম ভাষা বা মাতৃভাষা হিসেবেই ফার্সি বা হিন্দি-উর্দুতে কথা বলে।[৩৩] পশতুন জাতির জনসংখ্যা আনুমানিক ৬ কোটি ৩০ লক্ষ প্রাক্কলন করা হলেও এই সংখ্যাটি বিতর্কিত, কারণ ১৯৭৯ খ্রিস্টাব্দের রুশ-আফগান যুদ্ধের পর থেকে আফগানিস্তানের কোনও সরকারী জনগণনা বা আদমশুমারি অনুষ্ঠিত হয়নি।[৩৪] পশতুন বংশোদ্ভূত লোকদেরকে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ভাষায় (যেমন হিন্দি বা উর্দু ভাষায়) পাঠান নামেও নির্দেশ করা হতে পারে। ঐতিহাসিকভাবে পশতুন জাতিকে আফগান জাতি হিসেবেও বর্ণনা করা হত, তবে বর্তমানে "আফগান" শব্দটিকে একটি নাগরিকত্বসূচক বিশেষণ হিসেবে আফগানিস্তানের সব নাগরিককে বোঝানো হয় এবং পশতুনদেরকে আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ নৃগোষ্ঠী হিসেবে গণ্য করা হয় (আফগানিস্তানে তাজিক জাতি, হাজারা জাতি ও উজবেক জাতির লোকেরা আরও তিনটি প্রধান নৃগোষ্ঠী গঠন করেছে)।

পশতুন / পশতু / পাঠান
پښتانه
Pəx̌tānə́
پښتانه
দক্ষিণ আফগানিস্তানের পশতুন পুরুষ
মোট জনসংখ্যা
আনু. ৬-৭ কোটি
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
 পাকিস্তান৪,৩৪,৪৪,২২১ (২০২১)[১][২]
 আফগানিস্তান১,৫৩,৯০,৪০২ (২০২০)[৩]
 ভারত৩২,০০,০০০ (২০১৮) [মূলত পশতুভাষী নয়]
২১,৬৭৭ (২০১১) [পশতুভাষী][৪][৫][৬]
 সংযুক্ত আরব আমিরাত৩,৩৮,৩১৫ (২০০৯)[৭]
 মার্কিন যুক্তরাষ্ট্র১,৩৮,৫৫৪ (২০১০)[৮]
 ইরান১,১০,০০০ (১৯৯৩)[৯]
 যুক্তরাজ্য১,০০,০০০ (২০০৯)[১০]
 জার্মানি৩৭,৮০০ (২০১২)[১১]
 কানাডা২৬,০০০ (২০০৬)[১২]
 রাশিয়া৯,৮০০ (২০০২)[১৩]
 অস্ট্রেলিয়া৮,১৫৪ (২০০৬)[১৪]
 মালয়েশিয়া৬,০০০ (২০০৮)[১৫]
 তাজিকিস্তান৪,০০০ (১৯৭০)[৯]
 ফিনল্যান্ড১,১৮১[১৬]
ভাষা
পশতু ভাষা
অতিরিক্ত: দারি (আফগানিস্তানে) ও হিন্দি-উর্দু (পাকিস্তান ও ভারতে)
ধর্ম
সংখ্যাগরিষ্ঠ:
ইসলাম
সংখ্যাগুরু (সুন্নি, সংখ্যালঘু শিয়া)[১৭][১৮]
সংখ্যালঘু:
সংশ্লিষ্ট জনগোষ্ঠী
অন্যান্য ইরানীয় জাতিসমূহ

পশতুনদের মাতৃভূমি মূলত দক্ষিণ আফগানিস্তান ও উত্তর-পশ্চিম পাকিস্তান; ফলে জাতিটি দুইটি ভিন্ন সার্বভৌম দেশে বিভক্ত হয়ে গেছে। কখনও কখনও এই দুইটি পশতুন অধ্যুষিত এলাকাকে একত্রে পশতুনিস্তান অঞ্চল হিসেবে ডাকা হতে পারে, যেখানে সিংহভাগ পশতুনদের বাস। এই মূল মাতৃভূমি থেকে ইতিহাসের বিভিন্ন পর্বে পৃথিবীর অন্যত্র পশতুনদের বিক্ষিপ্ত উদ্বাসন] ঘটেছে। এইসব বিক্ষিপ্ত উদ্বাসিত পশতুন সম্প্রদায়ের মধ্যে পাকিস্তানের সিন্ধু প্রদেশপাঞ্জাব প্রদেশ (বিশেষত করাচী ও লাহোর নগরীতে) এবং ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রোহিলখণ্ড অঞ্চলে (ও দিল্লী ও মুম্বইয়ের মতো প্রধান নগরীগুলিতে) বসবাসকারী পশতুন সম্প্রদায়গুলি বিশেষভাবে উল্লেখ্য। এছাড়া সাম্প্রতিককালে পারস্য বা আরব উপসাগরের আরব রাষ্ট্রগুলিতে (মূলত সংযুক্ত আরব আমিরাতে) বৃহত্তর দক্ষিণ এশীয় বিক্ষিপ্ত উদ্বাসিত সম্প্রদায়গুলির অংশ হিসেবে একটি পশতুন উদ্বাসিত সম্প্রদায় গঠিত হয়েছে।[৩৫]

পশতুন জাতির লোকেরা আফগানিস্তানের বৃহত্তম নৃগোষ্ঠী; তারা দেশটির জনসংখ্যার প্রায় ৪৮% গঠন করেছে।[৩৬] আফগানিস্তানের প্রতিষ্ঠালগ্ন থেকেই পশতুনরা দেশটির আধিপত্য বিস্তারকারী নৃ-ভাষিক গোষ্ঠী। অধিকন্তু, পশতুনরা প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৃগোষ্ঠী।[৩৭] তারা পাকিস্তানের জনসংখ্যার ১৫% থেকে ১৮% গঠন করেছে[৩৮] এবং তাদেরকে দেশটির পাঁচটি প্রধান নৃ-ভাষিক গোষ্ঠীর একটি হিসেবে গণ্য করা হয়।[৩৯] বৃহত্তর আন্তর্জাতিক পর্যায়ে পশতুনরা বিশ্বের ২৬তম বৃহত্তম নৃগোষ্ঠী এবং বিশ্বের বৃহত্তম খণ্ডভিত্তিক বংশমূলক নৃগোষ্ঠী। বর্তমানে প্রায় ৩৫০ থেকে ৪০০টি পশতুন উপজাতি ও গোত্র আছে বলে প্রাক্কলন করা হয়।[৪০][৪১]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ