এসপেরান্তো

নির্মিত আন্তর্জাতিক সহায়িকা ভাষা

এসপেরান্তো (এসপেরান্তো: Esperanto, টেমপ্লেট:IPA-eo, ) একটি নির্মিত আন্তর্জাতিক সহায়ক ভাষা। এই ভাষাতে সারা বিশ্বে প্রায় ২০ লক্ষ লোক কথা বলেন,[১] ফলে এটিই বিশ্বের সবচেয়ে বেশি কথিত নির্মিত ভাষা।[৪] এসপেরান্তো শব্দটির বাংলা অর্থ "আশাবাদী"।

এসপেরান্তো
Esperanto
এসপেরান্তো পতাকা
উচ্চারণ[espeˈranto]
নির্মাতালুডভিক জামেনহোফ
তারিখ১৮৮৭
স্থাপন এবং ব্যবহারআন্তর্জাতিক সহায়ক ভাষা
ব্যবহারকারী(১৯৯৬ অনুযায়ী মাতৃভাষী:৩৫০)
দ্বিতীয় ভাষা বক্তা: বিভিন্ন হিসাব অনুযায়ী মোট ২০ লক্ষ (২০১৫)[১] থেকে ১ কোটি (১৯৯৬)[২]
উদ্দেশ্য
পূর্বসূরী
প্রত্ন-এসপেরান্তো
উপভাষাইদো এবং অন্যান্য এসপেরান্তিদোসমূহ
লাতিন লিপি (এসপেরান্তো বর্ণমালা)
এসপেরান্তো ব্রাই
স্বাক্ষরিত রূপ
Signuno
উৎসরোমান্স এবং জার্মানীয় ভাষাসমূহ থেকে শব্দভাণ্ডার, স্লাভীয় ভাষাসমূহ থেকে ব্যাকরণ
সরকারি অবস্থা
নিয়ন্ত্রক সংস্থাআকাদেমিও দে এসপেরান্তো
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১eo
আইএসও ৬৩৯-২epo
আইএসও ৬৩৯-৩epo
ভাষাবিদ তালিকা
epo
গ্লোটোলগespe1235[৩]
লিঙ্গুয়াস্ফেরা51-AAB-da
এই নিবন্ধটিতে আধ্বব ধ্বনিমূলক চিহ্ন রয়েছে। সঠিক পরিবেশনার সমর্থন ছাড়া, আপনি ইউনিকোড অক্ষরের পরিবর্তে প্রশ্নবোধক চিহ্ন, বক্স, অথবা অন্যান্য চিহ্ন দেখতে পারেন।

পোল্যান্ডের চক্ষুচিকিৎসক লুডভিক জামেনহোফ এসপেরান্তোর বর্ণনা দিয়ে প্রথম বইটি রচনা করেন, যার শিরোনাম ছিল Unua Libro; বইটি ১৮৮৭ সালের ১৪ই জুলাই পোল্যান্ডের ওয়ারস' শহরে প্রথম প্রকাশিত হয়।

এসপেরান্তো নামটি জামেনহোফের ছদ্মনাম Doktoro Esperanto থেকে এসেছে; তিনি এই নামেই Unua Libro রচনা করেন।[৫]

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ