শান্তিতে নোবেল বিজয়ীদের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

তালিকা

বর্ষছবিব্যক্তি বা প্রতিষ্ঠানদেশঅবদান
১৯০১ অঁরি দ্যুনঁসুইজারল্যান্ডরেড ক্রসের প্রতিষ্ঠাতা এবং জেনেভা কনভেনশনের সূচনাকারী।[১]
ফ্রেদেরিক পাসিফ্রান্সসার্বজনীন শান্তি কংগ্রেসইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন এর আয়োজক ও উদ্যোক্তা হিসেবে।
১৯০২ এলি দ্যুকোমাঁসুইজারল্যান্ডআন্তর্জাতিক শান্তি ব্যুরোর প্রথম সম্মানিত সচিব
শার্ল-আলবের গোবাইন্টার-পার্লামেন্টারী ইউনিয়নের প্রথম মহাসচিব
১৯০৩ স্যার র‌্যান্ডাল ক্রেমারযুক্তরাজ্য
১৯০৪ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ল১৮৭৩ সালে প্রতিষ্ঠিত
১৯০৫ বের্থা ফন সুটনারঅস্ট্রিয়া এবং হাঙ্গেরি
১৯০৬ থিওডোর রুজ্‌ভেল্টযুক্তরাষ্ট্র
১৯০৭ এর্নেস্তো তেওদরো মোনেতাইতালি
লুই র‍্যনোফ্রান্স
১৯০৮ ক্লাস পন্টুস আর্নল্ডসনসুইডেন
ফ্রেডরিক বাইয়েরডেনমার্ক
১৯০৯ আউগুস্ত্‌ মারি ফ্রঁসোয়া বিয়ের্‌নার্টবেলজিয়াম
পল-অঁরি-বেঞ্জামিন দেস্‌তুর্নেল দ্য কঁস্‌তোঁফ্রান্স
১৯১০ পার্মানেন্ট ইন্টারন্যাশনাল পীস্‌ ব্যুরো১৮৯১ সালে প্রতিষ্ঠিত
১৯১১ টোবিয়াস মাইকেল ক্যারেল অ্যাসারনেদারল্যান্ড
আলফ্রেড হের্ম্যান ফ্রিড্‌অস্ট্রিয়া এবং হাঙ্গেরি
১৯১২ এলিহু রুটযুক্তরাষ্ট্র
১৯১৩ অঁরি লা ফন্তেন্‌বেলজিয়াম
১৯১৭ ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস১৮৬৩ সালে প্রতিষ্ঠিত
১৯১৯ উড্রো উইল্‌সনযুক্তরাষ্ট্র
১৯২০ লেওন বুর্জোয়াফ্রান্স
১৯২১ হিয়ালমার ব্রান্টিংসুইডেন
ক্রিস্টিয়ান ল্যাংনরওয়ে
১৯২২ ফ্রিট্‌ইয়োফ নান্‌সেননরওয়ে
১৯২৫ স্যার অস্টিন চেম্বারলেইনযুক্তরাজ্য
চার্লস গেইট্‌‌স ডজ্‌যুক্তরাষ্ট্র
১৯২৬ আরিস্তিদ ব্রিয়ঁফ্রান্স
গুস্টাফ ষ্ট্রেজেমানজার্মানি
১৯২৭ ফার্দিনান্দ বুইসোঁফ্রান্স
লুড্‌ভিগ কুইডেজার্মানি
১৯২৯ ফ্রাঙ্ক বি. কেলোগযুক্তরাষ্ট্র
১৯৩০ নেথান সোডারব্লমসুইডেন
১৯৩১ জেইন অ্যাডাম্‌সযুক্তরাষ্ট্র
নিকোলাস মারে বাটলার
১৯৩৩ স্যার নরম্যান অ্যাঞ্জেলযুক্তরাজ্য
১৯৩৪ আর্থার হেন্ডারসনযুক্তরাজ্য
১৯৩৫ কার্ল ফন অসিয়েত্‌স্কিজার্মানি
১৯৩৬ কার্লোস সাভেদ্রা লামাসআর্জেন্টিনা
১৯৩৭ রবার্ট সেসিলযুক্তরাজ্য
১৯৩৮ নান্‌সেন ইন্টারন্যাশনাল অফিস ফর রেফিউজিস১৯৩১ সালে প্রতিষ্ঠিত
১৯৪৪ ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস১৮৬৩ সালে প্রতিষ্ঠিত
১৯৪৫ কর্ডেল হালযুক্তরাষ্ট্র
১৯৪৬ এমিলি গ্রিন বল্‌চ্‌‌যুক্তরাষ্ট্র
জন মট্‌
১৯৪৭ অ্যমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটিযুক্তরাষ্ট্র
ফ্রেন্ডস সার্ভিস কাউন্সিলযুক্তরাজ্য
১৯৪৯ জন বয়েড অর্‌যুক্তরাজ্য
১৯৫০ রালফ বাঞ্চিযুক্তরাষ্ট্র
১৯৫১ লেওন জুহোফ্রান্স
১৯৫২ আলবার্ট শ্‌ফাইত্‌সারজার্মানি
১৯৫৩ জর্জ মার্শালযুক্তরাষ্ট্র
১৯৫৪ জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন১৯৫১ সালে প্রতিষ্ঠিত
১৯৫৭ লেস্টার পেয়ারসনকানাডা
১৯৫৮ জর্জ পির্‌বেলজিয়াম
১৯৫৯ ফিলিপ নোয়েল-বেকারযুক্তরাজ্য
১৯৬০ আলবার্ট লুথুলিদক্ষিণ আফ্রিকা
১৯৬১ ড্যাগ হ্যামারশোল্ডসুইডেন
১৯৬২ লিনাস পাউলিংযুক্তরাষ্ট্র
১৯৬৩ ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস১৮৬৩ সালে প্রতিষ্ঠিত
লীগ অফ রেড ক্রস সোসাইটিজ
১৯৬৪ মার্টিন লুথার কিংযুক্তরাষ্ট্র
১৯৬৫ জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)১৯৪৬ সালে প্রতিষ্ঠিত
১৯৬৮ রেনে কাসাঁফ্রান্স
১৯৬৯ আন্তর্জাতিক শ্রম সংস্থা১৯১৯ সালে প্রতিষ্ঠিত
১৯৭০ নরম্যান বোরলাউগযুক্তরাষ্ট্র
১৯৭১ উইলি ব্র‌্যান্টপশ্চিম জার্মানি
১৯৭৩ হেনরি কিসিঞ্জারযুক্তরাষ্ট্রউত্তর ভিয়েতনামমার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেকার যুদ্ধ বিরতির আলোচনা এবং সেখান থেকে আমেরিকান সেনা প্রত্যাহারের প্রেক্ষাপটে
লি ডাক থোউত্তর ভিয়েতনামশান্তি চুক্তি সম্পন্ন হয়নি দাবী করে থো পুরস্কার গ্রহণে অসম্মতি জানান।[২]
১৯৭৪ শন্‌ ম্যাকব্রাইডআয়ারল্যান্ড
এইসাকু সাতোজাপান
১৯৭৫আন্দ্রে সাখারভসোভিয়েত রাশিয়া
১৯৭৬ মাইরিয়াড কোরিগানউত্তর আয়ারল্যান্ড
বেটি উইলিয়ামস
১৯৭৭অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল১৯৬১ সালে প্রতিষ্ঠিত
১৯৭৮ মেনাখেম বেগিনইসরাইল
আনোয়ার সাদাতমিশর
১৯৭৯ মাদার তেরেসাভারত
১৯৮০ আদোলফো পেরেজ এস্কিভেলআর্জেন্টিনা
১৯৮১ জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন১৯৫১ সালে প্রতিষ্ঠিত
১৯৮২ আলভা মিরদলসুইডেন"জাতিসংঘে অস্ত্রপ্রতিযোগিতা নিরসন সংক্রান্ত আলোচনায় উল্লেখযোগ্য অবদান ও গুরুত্বপূর্ণ ভূমিকা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক দৃষ্টি আকর্ষণের জন্যে"[৩][৪]
অ্যালফোনসো গার্সিয়া রোব্‌লসমেক্সিকো
১৯৮৩ লেচ ওয়ালেসাপোল্যান্ড
১৯৮৪ ডেসমন্ড টুটুদক্ষিণ আফ্রিকা
১৯৮৫ইন্টারন্যাশনাল ফিজিসিয়ানস ফর দি প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ার১৯৮০ সালে প্রতিষ্ঠিত
১৯৮৬ এলি ওয়াইসেল (Wiesel)যুক্তরাষ্ট্র
১৯৮৭ অস্কার অ্যারিয়াস সাঞ্চেজকোস্টারিকা
১৯৮৮ জাতিসংঘের শান্তিরক্ষা‍‍
১৯৮৯ দালাই লামাতিব্বত
১৯৯০ মিখাইল গর্বাচেভসোভিয়েত রাশিয়া
১৯৯১ অং সান সু কিমায়ানমার
১৯৯২ রিগোবার্টা মেঞ্চু (Rigoberta Menchu)গুয়াতেমালা
১৯৯৩ ফ্রেডেরিক উইলেম দ্য ক্লার্কদক্ষিণ আফ্রিকা
নেলসন মেন্ডেলা
১৯৯৪ ইয়াসির আরাফাতফিলিস্তিন
শিমন পেরেজইসরাইল
আইজ্যাক রবিন
১৯৯৫পাগওয়াশ কনফারেন্সেস ফর সাইন্স অ্যান্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স১৯৫৭ সালে প্রতিষ্ঠিত
জোসেফ রটব্লাটযুক্তরাষ্ট্র
১৯৯৬ কার্লোস ফিলিপ জিমেনেস বেলোতিমুর
জোসে রামোস হোর্টা
১৯৯৭ ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ডমাইনস১৯৯২ সালে প্রতিষ্ঠিত
জোডি উইলিয়ামসযুক্তরাষ্ট্র
১৯৯৮ জন হিউমউত্তর আয়ারল্যান্ড
ডেভিড ট্রিম্বল
১৯৯৯ মেদস্যাঁ সঁ ফ্রন্তিয়া১৯৭১ সালে প্রতিষ্ঠিত
২০০০ কিম দায়ে জংদক্ষিণ কোরিয়া
২০০১ জাতিসংঘ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত
কফি আনানঘানা
২০০২ জিমি কার্টারযুক্তরাষ্ট্র
২০০৩ শিরিন এবাদিইরানমানবাধিকার ও গনতন্ত্র রক্ষায় ভূমিকার জন্য। তিনি বিশেষত নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করেছেন।[৫]
২০০৪ ওয়াংগারি মাথাইকেনিয়া
২০০৫ ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি
মোহাম্মদ এল বারাদিমিশর
২০০৬ গ্রামীণ ব্যাংক১৯৮৩ সালে প্রতিষ্ঠিতক্ষুদ্রঋণ ধারণার প্রতিষ্ঠায় অবদানের জন্য।
মুহাম্মদ ইউনুসব্যাংক যৌথভাবেবাংলাদেশক্ষুদ্রঋণ ধারণার প্রতিষ্ঠায় অবদানের জন্য মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
২০০৭ ইন্টারগভার্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)জাতিসংঘমনুষ্যসৃষ্ট জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনসচেতনতা তৈরি ও জলবায়ু পরিবর্তন রোধে বিভিন্ন উদ্যোগে জড়িত থাকার জন্য।
আল গোরযুক্তরাষ্ট্র
২০০৮ মার্টি আহ্‌তিসারিফিনল্যান্ডবিভিন্ন মহাদেশে আন্তর্জাতিক কলহ নিরসনে তিন দশকের বেশি সময় ধরে তার প্রচেষ্টার জন্য [৬]
২০০৯ বারাক ওবামামার্কিন যুক্তরাষ্ট্রআন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা জোরদার এবং বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে অসাধারণ প্রয়াসের কারণে বারাক ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের মাত্র কয়েক মাস পর বারাক ওবামাকে নোবেল শান্তি পুরস্কার প্রদানের মধ্য দিয়ে ওবামার কাজের স্বীকৃতির চেয়ে বুশ প্রশাসনের প্রতি আন্তর্জাতিক সমাজের অসন্তোষেরই বেশি বহিঃপ্রকাশ ঘটেছে বলে ধারণা করা হয়।
২০১০লিউ জিয়াওবোচীনচীনে মানবিক অধিকার প্রতিষ্ঠায় তার সুদীর্ঘ এবং অহিংস আন্দোলনের জন্য [৭]
২০১১ এলেন জনসন সারলিফলাইবেরিয়ানারীদের অধিকার রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করে শান্তি প্রতিষ্ঠায় অহিংস আন্দোলন করার জন্য[৮]
লেহমাহ বয়ই
তাওয়াকেল কারমানইয়েমেন
২০১২ ইউরোপীয় ইউনিয়নইউরোপ"ছয় দশকেরও অধিককাল ধরে ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখার প্রেক্ষাপটে।"[৯]
২০১৩ আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থাইউরোপরাসায়নিক অস্ত্র ব্যবহারে নিরুৎসাহিতকরণ ও বিস্তার রোধে প্রাণান্তকর চেষ্টায় সম্পৃক্ত থাকা।
২০১৪ মালালা ইউসুফজাইপাকিস্তান
কৈলাশ সত্যার্থীভারত
২০১৫ ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট  তিউনিসিয়া"তিউনিসিয়ায় ২০১১ সালের বিপ্লবের পর সেখানে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও গণতন্ত্রের ধারা সুসংহত করার জন্য ২০১৫ সালে শান্তিতে নোবেল পেয়েছে দেশটির চারটি সংগঠনের একটি জোট। "[১০]
২০১৬ হুয়ান ম্যানুয়েল সান্তোস  কলম্বিয়া"৫২ বছরের যে যুদ্ধ অন্তত দুই লাখ ২০ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, প্রায় ৬০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে, সেই যুদ্ধের অবসানে ‘দৃঢ় অবস্থানের জন‌্য’ প্রেসিডেন্ট সান্তোসকে দেওয়া হয়েছে এ পুরস্কার। "[১১]
২০১৭ ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপন্স   সুইজারল্যান্ড"পরমাণু অস্ত্রের ভয়াবহ পরিণতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা এবং এই অস্ত্রকে নিষিদ্ধ করার লক্ষ্যে চুক্তি সম্পাদনের চেষ্টার জন্য"[১২]
২০১৮ ডেনিস মুকওয়েজি  গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র"যৌন নির্যাতনকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধে তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবে"[১৩]
নাদিয়া মুরাদ  ইরাক
২০১৯ আবি আহমেদ  ইথিওপিয়া"শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জনের জন্য তাঁর প্রচেষ্টার জন্য, এবং বিশেষত প্রতিবেশী ইরিত্রিয়ার সাথে সীমান্ত সংঘাত নিরসনে তাঁর সিদ্ধান্তমূলক উদ্যোগের জন্য"
২০২০ বিশ্ব খাদ্য কর্মসূচি
(প্রতিষ্ঠিত: ১৯৬১)
জাতিসংঘ"ক্ষুধা মোকাবেলায় প্রচেষ্টা, সংঘাত-প্রভাবিত এলাকায় শান্তি প্রতিষ্ঠায় পরিস্থিতির উন্নতিতে অবদান এবং যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসেবে ক্ষুধার ব্যবহার রোধের প্রচেষ্টায় চালিকাশক্তি হিসাবে কাজ করার জন্য"[১৪]
২০২১ মারিয়া রেসা  ফিলিপাইন"গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত, মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় তাদের প্রচেষ্টার জন্য"[১৫]
দিমিত্রি মুরাতভ  রাশিয়া

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ