আফ্রিকান ইউনিয়ন

আফ্রিকার আন্তঃরাষ্ট্রীয় আঞ্চলিক সংস্থা

আফ্রিকান ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা, যা ৫৫টি আফ্রিকান দেশ সমূহ নিয়ে গঠিত। আফ্রিকান ইউনিয়ন ১৯৬৩ সালের ২৫ মে প্রতিষ্ঠিত হয়। পূর্বের আফ্রিকান অর্থনৈতিক সমাজ এবং আফ্রিকান জোট সংস্থা মিলিত হয়ে আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।বর্তমানে সদস্য দেশ আছে ৫৫ টি।সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান

আফ্রিকান ইউনিয়ন
আফ্রিকান ইউনিয়ন African Union (ইংরেজি) الاتحاد الأفريقي (আরবি) Union africaine (ফরাসি) União Africana (পর্তুগিজ) Unión Africana (স্পেনীয়) Umoja wa Afrika (সোয়াহিলি) জাতীয় পতাকা
পতাকা
আফ্রিকান ইউনিয়ন African Union (ইংরেজি) الاتحاد الأفريقي (আরবি) Union africaine (ফরাসি) União Africana (পর্তুগিজ) Unión Africana (স্পেনীয়) Umoja wa Afrika (সোয়াহিলি) প্রতীক
প্রতীক
নীতিবাক্য: "a United and Strong Africa"
জাতীয় সঙ্গীত: 
Let Us All Unite and Celebrate Together [১]
An orthographic projection of the world, highlighting the African Union and its member states (green).
Dark green: AU member states.
Light green: Suspended members.
রাজনৈতিক কেন্দ্রইথিওপিয়া আদ্দিস আবাবাa
দক্ষিণ আফ্রিকা মিডরান্ডb
বৃহত্তম নগরীমিশর কায়রো
অফিসিয়াল ভাষা[২]
জাতীয়তাসূচক বিশেষণআফ্রিকান
ধরনকন্টিনেন্টাল ইউনিয়ন
সদস্যতা৫৫টি সদস্য রাষ্ট্র
নেতৃবৃন্দ
• বিধানসভার সভাপতি
ইথিওপিয়া এইচ. ডেসালেগন
• কমিশন সভাপতি
দক্ষিণ আফ্রিকা এন. ডলামিনি-জুমা
• সংসদীয় রাষ্ট্রপতি
নাইজেরিয়া বি এন আমাদি
আইন-সভাপ্যান-আফ্রিকান পার্লামেন্ট
প্রতিষ্ঠিত
• ওএইউ সনদ
২৫ মে ১৯৬৩; ৬০ বছর আগে (25 May 1963)
• আবুজা চুক্তি
৩ জুন ১৯৯১
• ঘোষণা
৯ সেপ্টেম্বর ১৯৯৯
আয়তন
• মোট
২,৯৮,৬৫,৮৬০ কিমি (১,১৫,৩১,২৭০ মা)
জনসংখ্যা
• ২০১১ আনুমানিক
১,০১২,৫৭১,৮৮০
• ঘনত্ব
৩৩.৯/কিমি (৮৭.৮/বর্গমাইল)
জিডিপি (পিপিপি)২০১০ আনুমানিক
• মোট
২.৮৪৯ ট্রিলিয়ন মার্কিন ডলার[৩][৪]
• মাথাপিছু
$ ২,৯৪৩.৭৬
জিডিপি (মনোনীত)২০১০ আনুমানিক
• মোট
১.৬২৭ ট্রিলিয়ন মার্কিন ডলার[৫][৬]
• মাথাপিছু
$১,৬৮১.১২
মুদ্রা৪২টি মুদ্রা
সময় অঞ্চলইউটিসি-১ থেকে +৪
কলিং কোড৫৭টি কোড
ইন্টারনেট টিএলডি.আফ্রিকা (proposed)
ওয়েবসাইট
au.int
a সিটের আসন আফ্রিকান ইউনিয়ন কমিশন
b প্যান-আফ্রিকান পার্লামেন্ট

আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থিত।

আফ্রিকান ইউনিয়নের উদ্দেশ্যগুলি নিম্নরূপ:

১) আফ্রিকান দেশ এবং আফ্রিকান দেশগুলির মধ্যে বৃহত্তর ঐক্য, সংহতি এবং সংহতি অর্জনের জন্য।

২) এর সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতা রক্ষা করা।

৩) মহাদেশের রাজনৈতিক ও সামাজিক-অর্থনৈতিক একীকরণকে ত্বরান্বিত করা।

৪) মহাদেশ এবং এর জনগণের স্বার্থের বিষয়ে আফ্রিকান সাধারণ অবস্থানের প্রচার এবং রক্ষা করা।

৫) জাতিসংঘের সনদ এবং মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের যথাযথ হিসাব গ্রহণ করে আন্তর্জাতিক সহযোগিতাকে উৎসাহিত করা।

৬) মহাদেশে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রচার করা।

৭) গণতান্ত্রিক নীতি ও প্রতিষ্ঠান, জনগণের অংশগ্রহণ এবং সুশাসনের প্রচার।

৮) আফ্রিকান চার্টার অন হিউম্যান অ্যান্ড পিপলস রাইটস এবং অন্যান্য প্রাসঙ্গিক মানবাধিকার উপকরণ অনুসারে মানব ও জনগণের অধিকারের প্রচার ও সুরক্ষা করা।

৯) প্রয়োজনীয় শর্তগুলি প্রতিষ্ঠা করা যা মহাদেশটিকে বিশ্ব অর্থনীতিতে এবং আন্তর্জাতিক আলোচনায় তার সঠিক ভূমিকা পালন করতে সক্ষম করে।

১০) অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক স্তরে টেকসই উন্নয়নের পাশাপাশি আফ্রিকান অর্থনীতির একীকরণের প্রচার করা।

১১) আফ্রিকান জনগণের জীবনযাত্রার মান বাড়াতে মানব কার্যকলাপের সকল ক্ষেত্রে সহযোগিতার প্রচার করা।

১২) ইউনিয়নের উদ্দেশ্যগুলি ধীরে ধীরে অর্জনের জন্য বিদ্যমান এবং ভবিষ্যত আঞ্চলিক অর্থনৈতিক সম্প্রদায়গুলির মধ্যে নীতিগুলির সমন্বয় এবং সামঞ্জস্য করা।

১৩) সমস্ত ক্ষেত্রে বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিতে গবেষণার প্রচার করে মহাদেশের উন্নয়নকে এগিয়ে নেওয়া।

১৪) প্রতিরোধযোগ্য রোগ নির্মূল এবং মহাদেশে সুস্বাস্থ্যের প্রচারে প্রাসঙ্গিক আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করা।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

অন্যান্য প্রাসঙ্গিক স্থান


আফ্রিকা বিষয়ক এই নিবন্ধটি অসম্পুর্ণ, আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ