রাষ্ট্রীয় নীতিবাক্যের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

এই পাতাটি বিশ্বের বিভিন্ন জাতির রাষ্ট্রীয় ও জাতীয় নীতিবাক্যসমূহের একটি তালিকা। এই তালিকায় এমন কিছু দেশ যুক্ত করা হয়েছে, যেগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি নেই, সাবেক রাষ্ট্র বা প্রদেশ তবে তাদের নাম মোটা অক্ষরে লেখা হয় নি।

নীতিবাক্যে সাধারনত এক বাক্যের প্রেরণামূলক কোন বাগধারা লেখা থাকে। উদাহরণস্বরুপ, এটি রাষ্ট্রের পতাকা, বিভিন্ন সামরিক সরঞ্জামে বা মুদ্রায় লেখা থাকতে পারে।

ইরাকের জাতীয় পতাকায় ইরাকের নীতিবাক্য - الله أكبر (আল্লাহু আকবার) (আরবি, আল্লাহ্‌ মহান)

যুক্তরাষ্ট্রের সরকারি নীতিবাক্য আমরা ঈশ্বরে বিশ্বাস করি এর এক ডলারের নোটে শোভা পাচ্ছে।

কিরিবাস, "স্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি"

  •  থাইল্যান্ড:
    • ১৮৭৩-১৯১০ : "সাব্বেসাম স্যামগাভুটানাম স্যামাগি ভুদ্দি সাদিকা" (পালি: शब्बेसम् सम्घभुतनम् समग्घि भुद्धि सधिक, "ঐক্য সাফল্য ও সমৃদ্ধি বিষয়ে এনেছে") [তথ্যসূত্র প্রয়োজন]
    • ১৯১০-এর পর : নাই, বেসরকারীভাবে "চ্যাট, সাটসানা, ফ্রা মাহাকাসাট" (থাই: ชาติ ศาสนา พระมหากษัตริย์, "দেশ, ধর্ম, রাজা")[৫১]

নেপালের রাষ্ট্রীয় নীতিবাক্য, जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी (সংস্কৃত, "জননী ও জন্মভূমি স্বর্গ চেয়ে অনেক বেশি গরীমাময়")

পাকিস্তান: ঈমান, ইত্তেহাদ, নজম (উর্দু "বিশ্বাস, ঐক্য, শৃঙ্খলা")
পানামা: প্রু মুন্ডি বেনিফিসিও (লাতিন: "বিশ্বের কল্যাণের জন্য")

বলিভিয়ান মুদ্রায় বলিভিয়ার নীতিবাক্য - লা ইউনিয়ন ইস লা ফুয়েরজা (স্প্যানীয়, ঐক্যই শক্তি
ব্রাজিলের জাতীয় পতাকায় ব্রাজিলের নীতিবাক্য- ওর্দেম ই প্রোগ্রেসো (পর্তুগীজ, আদেশ এবং অগ্রগতি)

The National Emblem of India bears the motto Satyameva Jayate (Sanskrit, "Truth alone triumphs").

তথ্যসূত্র

🔥 Top keywords: রাম নবমীমুজিবনগর দিবসপ্রধান পাতামুজিবনগর সরকারবিশেষ:অনুসন্ধানইন্ডিয়ান প্রিমিয়ার লিগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশবাংলা ভাষামিয়া খলিফারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)আনন্দবাজার পত্রিকাআবহাওয়ারামপহেলা বৈশাখউয়েফা চ্যাম্পিয়নস লিগইসরায়েলইরানরবীন্দ্রনাথ ঠাকুরমুজিবনগরইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগক্লিওপেট্রাচর্যাপদভূমি পরিমাপশেখ মুজিবুর রহমানজনি সিন্সকাজী নজরুল ইসলামঈদুল আযহাফিলিস্তিনইউটিউবভারতবিকাশআসসালামু আলাইকুমসৌদি আরববাংলা প্রবাদ-প্রবচনের তালিকামুহাম্মাদ